✨কিভাবে বই রিভিউ করবেন?

➤ঈদ কার্নিভালে প্রকাশিত যে কোনো ইবুকের রিভিউ লিখুন

➤বইঘরে সব বইয়ে রিভিউ অপশন রয়েছে, সেখানে রিভিউটি সাবমিট করুন

➤আপনার ফেসবুক/ইনস্টাগ্রাম/উভয় প্রোফাইল থেকে রিভিউটি #বইঘর_ঈদ_কার্নিভাল_রিভিউ হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট করুন

➤সেরা ৩ জন পাবেন আকর্ষণীয় গিফট হ্যাম্পার

➤রিভিউয়ের মানের উপর ভিত্তি করে করে বিজয়ী নির্বাচন করা হবে

প্রো টিপ: ✺স্পয়লার ছাড়া রিভিউ দিতে হবে ✺রিভিউ ছোট হলেও গ্রহণযোগ্য হবে ✺রিভিউ পোস্টে একটি ছবি রিভিউয়ের মান বাড়াতে পারে বহুগুনে





✨কিভাবে সেরা পাঠক হবেন?

➤ঈদ কার্নিভালে প্রকাশিত বইগুলো কিনুন

➤বইঘর সোশ্যাল মিডিয়াতে লাইক, কমেন্ট ও শেয়ার করে অ্যাক্টিভ থাকুন

➤রিভিউ প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন

➤সেরা পাঠক পাবেন একটি আকর্ষণীয় স্মার্টফোন

প্রো টিপ: বেশি বই কিনলে এবং পড়লে সেরা পাঠক হবার সম্ভাবনা বেড়ে যাবে





✨কিভাবে রিলস বানিয়ে বিজয়ী হবেন?

➤বইঘর নিয়ে যে কোনো ধরণের রিল বানাতে পারেন। আরেকটু সহজভাবে বোঝার জন্য রিলসের কিছু উদাহরণ: আপনার ইবুক পড়ার এবং অডিওবুক শোনার অভিজ্ঞতা, বিভিন্ন সময় বিভিন্ন স্থানে কিভাবে ইবুক আপনার সাথে আছে, আপনার জীবনে বই এবং ইবুক, বইঘরের যে কোনো বই, ফিচার, অ্যাপের ব্যবহার, গল্প অথবা হিউমারের সাহায্যে বইঘরকে উপস্থাপন ইত্যাদি

➤রিলস আপলোড করার সময় প্রাইভেসী পাবলিক হতে হবে এবং বইঘরকে ক্যাপশনে মেনশন করতে হবে

➤রিলসের লিংকটি বইঘর ফেসবুক পেজের ইনবক্সে পাঠাতে হবে

সেরা রিল ক্রিয়েটর ৩ জন পাবেন সর্বমোট ৩০ হাজার টাকার ক্যাশ ভাউচার। ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী যথাক্রমে ১৫, ১০ এবং ৫ হাজার টাকার ক্যাশ ভাউচার পাবেন

সেরা রিল নির্বাচনে কোন বিষয়গুলো দেখা হবে?

➤রিলের কোয়ালিটি, ক্রিয়েটিভিটি এবং ভিউয়ের সংখ্যা

➤রিলসে নূন্যতম ১০ হাজার ভিউ হতে হবে

➤কোয়ালিটি ও ক্রিয়েটিভিটিতে ৫০ পয়েন্ট এবং ভিউতে ৫০ পয়েন্ট থাকবে

➤সর্বমোট ১০০ পয়েন্টের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী বিজয়ী হিসেবে নির্বাচিত হবেন

➤সর্বোচ্চ ভিউ হওয়া রিল পাবে ৫০ পয়েন্ট

➤সর্বোচ্চ ভিউ সংখ্যার ভিত্তিতে সবার পয়েন্ট হিসেব করা হবে। ধরুন, সর্বোচ্চ ভিউ হওয়া রিলে ভিউয়ের সংখ্যা ১ লক্ষ, তাহলে সেই রিলটি ভিউয়ের হিসেবে পাবে ৫০ পয়েন্ট। সেই অনুযায়ী প্রতি ভিউ = ০.০০০৫ পয়েন্ট ধরা হবে এবং হিসেব করা হবে।

প্রো টিপ: বেশি বেশি ভিউ পেতে বন্ধুদের সাথে এবং বিভিন্ন গ্ৰুপে আপনার রিলটি শেয়ার করুন