মৌরি মরিয়ম
মৌরি মরিয়ম
জন্ম : 25th May
Followers : 2609

বায়োগ্রাফি : জন্ম ২৫ মে, ১৯৯১। পিতা মরহুম আজিজুল হক। মাতা মনজু বেগম। পৈতৃক নিবাস গৌরনদী, বরিশাল। তার ছোটবেলা কেটেছে রাজধানীর ধানমন্ডিতে। পড়েছেন ধানমন্ডি গার্লস হাই স্কুল, বদরুন্নেসা কলেজ এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে। সাংবাদিকতায় স্নাতক। ভ্রমণ ও রান্নার প্রতি রয়েছে গভীর অনুরাগ, ভালোবাসেন বই পড়তে। সেই ভালোবাসাই তাকে লেখালেখির জগতে টেনে এনেছে। লেখালেখির শুরু স্কুল ম্যাগাজিনে লেখার মাধ্যমে। বর্তমানে লেখাই তার ধ্যানজ্ঞান। লেখালেখির মাঝেই থাকতে চান আজীবন। তার প্রথম বই 'প্রেমাতাল' ২০১৮ সালে প্রকাশিত। বইয়ের সংখ্যা ৫।