শানজানা আলম
শানজানা আলম
জন্ম : 27th July
মৃত্যু :
Followers : 2194

বায়োগ্রাফি : শানজানা আলম লেখালেখির অভ্যাসটা পেয়েছেন বাবার কাছ থেকে। বাবা অধ্যাপনার সঙ্গে যুক্ত। শানজানার মা করেন শিক্ষকতা। শানজানা গল্প বলেন, নিজের চারপাশের কথাগুলোই লিখে দৃশ্যমান করার চেষ্টা করে চলেন অবিরাম। তার লেখার মূল বৈশিষ্ট্য হচ্ছে, গল্প বলার সহজ-সাবলীল নিজস্ব ভঙ্গি। তার প্রকাশিত গ্রন্থ ‘এলাচিফুল’, ‘কুহুকথন’, ‘শঙ্খচিল’ প্রভৃতি বেশ পাঠকপ্রিয়তা পেয়েছে। তার এক্সক্লুসিভ ইবুক ‘ফুলবউ’ প্রকাশ করেছে বইঘর। এটিও হয়েছে বেশ সমাদৃত। শানজানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন। এখন তাঁর সময় কাটে লেখালেখি করে ও একমাত্র কন্যা আফশীনকে নিয়ে।