0Shopping Cart৳ 0
বায়োগ্রাফি : ফাতেমা তুজ জান্নাত মৌ’এর জন্ম পুরান ঢাকার লালবাগে । শিক্ষা জীবনে বীরশ্রেষ্ঠ নূর মােহাম্মদ স্কুলের ছাত্রী ছিলেন। তিনি ইডেন মহিলা কলেজ থেকে বিবিএ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এমবিএ শেষ করেন। তারপর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেন বিএড ডিগ্রি। কর্মজীবনের শুরুতে তিনি একটি স্বনামধন্য অনলাইন রেডিও স্টেশনে রেডিও জকি ও পরবর্তীতে সহ-সমন্বয়ক হিসেবে দ্বায়িত্বরত ছিলেন। বর্তমানে তিনি একটি বেসরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা হিসেবে আছেন। ছােটবেলা থেকেই লেখালেখি করতে এবং ছবি আঁকতে তিনি ভীষণ পছন্দ করেতেন । তিনি বিভিন্ন লেখালেখির গ্রুপসহ ব্যক্তিগত যােগাযােগ মাধ্যমে ও ব্লগে নিয়মিত লেখেন।