Product Summery
ঘড়িতে তখন ঠিক রাত দুইটা পঁয়তাল্লিশ। গভীর ঘুমে মগ্ন শারমিন, কেউ একজন তার মুখে বালিশ চাপা দিলো। দম বন্ধ হয়ে আসছে, শারমিন অস্থির হয়ে হাত-পা ছোড়াছুড়ি করতে থাকে। বাসায় মানুষ বলতে কেবল ওরা দুজন- ও এবং ওর হাজবেন্ড তানভীর। ওদের সম্পর্ক বেশ ভালো। মাস দুয়েক আগেই পারিবারিকভাবে ওদের বিয়ে হয়েছে। হঠাৎ কেন তানভীর ওকে মারার চেষ্টা করবে? ......