0
বায়োগ্রাফি : আমি সুফাই রুমিন তাজিন। “সুফাই রুমিন” নামটির জন্য কখনো কখনো বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। আশা করি পাঠকসমাজ নাম নিয়ে বিভ্রান্ত হবেন না। পড়াশোনা শেষ করেছি আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। একসময় স্বনামধন্য এক রিসার্চ ফার্মে চাকরি করতাম কিন্তু ভালো না লাগার কারণে পরবর্তীতে ছেড়ে দিয়েছি। বই পড়তে প্রচণ্ড পছন্দ করি। সম্ভবত এই ভালোবাসা থেকেই মনের গভীরে লেখালেখির সুপ্ত ইচ্ছা তৈরি হয়েছিল। বইমেলা ২০২১-এ প্রথম উপন্যাস 'অন্তঃশূন্যে অন্ধ হিম' প্রকাশিত হয়েছে। এই ধারা অব্যাহত রাখতে বইমেলা ২০২২ -এ প্রকাশিত হয়েছে বুকস্ট্রিট প্রকাশনী থেকে 'জোকার' এবং অবসর প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়েছে 'ইটের পর ইট মধ্যে মানুষ কীট'। এই বইমেলায় কিছু গল্প সংকলনে আমার ছোট গল্প পাওয়া যাবে আশা করি। নিজের ব্যাপারে একটা কথাই বলতে চাই বই পড়তে ভালোবাসি, বই কিনতে পছন্দ করি। আর স্বপ্ন লেখালেখির সাথে আজীবন যুক্ত থাকা। এই প্রজন্মের প্রতি আহবান বই পড়ুন। অভিভাবকদের প্রতি বিনীত অনুরোধ নতুন প্রজন্মকে বইয়ের সাথে পরিচিত করে তুলুন। বই মানুষের প্রকৃত বন্ধু। এই শহরের বুকে আপন ভুবন নিয়ে আমার বসবাস।