0
বায়োগ্রাফি : শরীফুল হাসানের জন্ম ময়মনসিংহে। ব্রহ্মপুত্রের তীরে তার শৈশব কেটেছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর। শরীফুল হাসানের প্রথম উপন্যাস প্রকাশিত হয় ২০১২ সালে, ‘সাম্ভালা’ শিরোনামে। অন্য দুটি বইয়ের সাথে, এই মনোমুগ্ধকর ফ্যান্টাসি ট্রিলজি দেশ ও দেশের বাইরে ব্যাপক প্রশংসা পেয়েছে। সাম্ভালা ট্রিলজির ইংরেজি অনুবাদ বের হয় ভারত থেকে। সাম্ভালা ট্রিলজি (সাম্ভালা, সাম্ভালা দ্বিতীয় যাত্রা, সাম্ভালা শেষ যাত্রা), ‘ঋভু’, ‘আঁধারের যাত্রী’, ‘অদ্ভূতুড়ে বইঘর’ তাঁর উল্লেখযোগ্য বই । এ ছাড়া বেশ কিছু গল্প সংকলনে প্রকাশিত হয়েছে তার ছোটগল্প।