0Shopping Cart৳ 0
বায়োগ্রাফি : বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক রাবেয়া খাতুন ১৯৩৫ সালে মুন্সিগঞ্জ জেলায় নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৪৮ সালে ঢাকার আরমানিটোলা বিদ্যালয় থেকে প্রবেশিকা পাশ করেন তিনি। তবে রক্ষণশীল মুসলিম পরিবারের কন্যা হওয়ায় বিদ্যালয়ের গণ্ডির পর তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষাগ্রহণ বন্ধ হয়ে যায়। তবে বিধি-নিষেধের বেড়াজাল ডিঙিয়ে তিনি লেখক হিসেবে নিজেকে প্রকাশ করেন। তার প্রথম উপন্যাস ‘মধুমতী’ তাঁতী সম্প্রদায়ের মানুষদের জীবনের দুঃখগাঁথা নিয়ে রচিত। লেখালেখি ছাড়াও সাংবাদিকতা ও শিক্ষকতাও করেছেন, দায়িত্ব পালন করেছেন আরও আরও গুরুত্বপূর্ণ পদে। একুশে পদক, বাংলা একাডেমিসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন এই লেখিকা। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ হলো সাহেব বাজার, অনন্ত অন্বেষা, রাজারবাগ শালিমারবাগ, মন এক শ্বেত কপোতী, দিবস রজনী প্রভৃতি।