Product Summery
খুনের দায় এড়াতে প্যারানরমাল ইনভেস্টিগেটর বন্ধুর সাথে এক অজপাড়াগাঁয়ে গা ঢাকা দিতে এসে আরো বড় বিপদে পড়ে গেল শিল্পপতির বদরাগী ছেলে জামশেদ। একের পর এক গ্রামবাসি খুন হচ্ছে অজানা কোনোকিছুর হাতে। জামশেদের প্যারানরমাল ইনভেস্টিগেটর বন্ধু শিপলুর মতে, এটা সেই কিংবদন্তির শ্বাপদ যা গ্রামের পাশের রহস্যময় জঙ্গলে বাস করছে শত বছর ধরে। সত্যিই কি তাই? নাকি সবছিুর ব্যাখ্যা আরো জটিল? জঙ্গলের ভেতরের পুরনো মন্দিরে অবশেষে কার মুখোমুখি হতে হলো? অপার্থিব শ্বাপদের, নাকি সেই অসীম ক্ষমতাধরের, যে অন্ধকার জগতের রাজপুত্র, অমরত্বের চাবি যার হাতের মুঠোয়, লৌকিক পৃথিবীর অলৌকিক অধিশ্বর হয়ে উঠতে যার দরকার আর মাত্র একটা নরবলি? এই রহস্য উদঘাটন করতে হলে ডুব দিতে হবে কোনোমতে প্রাণ হাতে নিয়ে ফেরা একজনের অবিশ্বাস্য জবানবন্দীর গভীরে। নাবিল মুহতাসিমের প্রথম মৌলিক উপন্যাস, হরর-থ্রিলার ‘শ্বাপদ সনে’ পাঠককে ভিন্ন ধরণের একটি গল্পের সাথে পরিচয় করিয়ে দেবে।
লেখকের আরেকটি বই ‘বিভং’ থাকলেও এটাই আগে হাতে তুলে নিলাম এবং পড়তে পড়তে বুঝলাম যে একটুও ভুল করিনি এটা হাতে নিয়ে। আমি এখন হরর পড়িনা সাধারণত। কিন্তু এটা পড়ার পর মনে হয়েছে যে এটা না পড়লে দারুণ একটা গল্প মিস করতাম। বইটির বেশিরভাগ অংশ হরর ও শেষের দিকে একটুখানি থ্রিলার। তবে হরর বলেই যে “হাঁউ মাউ খাঁউ মানুষের গন্ধ পাঁউ” টাইপের ভূতের গল্পের ব্যাপার তা নয়, বেশ বুদ্ধিদীপ্ত একটা গল্প। হররের সাথে যদি থ্রিল যুক্ত হয় তাহলে যে সেটা অন্য একটা মাত্রা পায় তা বলাই বাহুল্য। বইটি পড়ার সময় গায়ে কাঁটা দেবে ও ভয়ের অনুভূতি হবে। গোটা বিষয়টি এতই নিখুঁতভাবে পরিবেশন করা হয়েছে যে মনে হবে পাঠক নিজেই ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।
Miraj Gazi 2022-01-21 19:24:19