Product Summery
আবিদুর রহমানের ঘরে পুতুলটা থাকার সময় হাত থেকে পড়ে ভেঙে গিয়েছিল। তখন মিসেস আবিদুর রহমানই আবার পুতুলটা আইকা দিয়ে জোড়া লাগিয়ে সাজিয়ে রেখেছিলেন। কিন্ত পতুলটা ভেঙে যাওয়ার কারণে সেখান থেকে কোনো একটা গ্যাস বেরিয়েছিল, যে গ্যাসটা তখন তাদের চোখে পড়েনি। কিন্তু সেই গ্যাসটাই আঘাত করেছে সরাসরি আবিদুর রহমানের কণ্ঠনালীতে। যে কারণে কোনো ডাক্তারই কারণটা ধরতে পারছিল না। কিন্তু ছোটকাকু সবসময়ই অন্য রকম চিন্তা করেন।
No review found