জুলিয়ান
জুলিয়ান
জন্ম : 15th October
Followers : 25

বায়োগ্রাফি : জুলিয়ান জন্মগ্রহণ করেন গোপালগঞ্জ জেলায়। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। ছোটবেলা থেকেই বইপড়ার প্রতি তার ছিলো তীব্র ঝোঁক। সেখান থেকেই ধীরে ধীরে লেখার জগতে আসা। লেখালেখির শুরুটা হয় ২০০৯ সালে থ্রিলার নভেলা লেখার মধ্য দিয়ে। পরে কয়েকটি প্রত্রিকায় এবং সংকলনে তার লেখা প্রকাশিত হয়। নিঃশব্দ শিকারি তাঁর প্রথম একক বই। অত্যধিক কল্পবিলাসী হওয়ার কারণেই হয়তো ফ্যান্টাসি জনরায় রয়েছে তার সাবলীল বিচরণ। 'ফিয়ানঃ এক অবগুণ্ঠিত সত্য' নামে একটা সেকেন্ডারি ওয়ার্ল্ড ভিত্তিক এপিক ফ্যান্টাসি লেখা শুরু করলেও সেটা শেষ না হওয়ায় 'আশিয়ানী' বই হিসেবে আগে প্রকাশিত হয়। লুমেন এবং আরিয়ান নামে আরও দুইটা ফ্যান্টাসি উপন্যাস নিয়ে কাজ করছেন তিনি। স্বপ্ন দেখেন, একদিন বাংলাদেশে ফ্যান্টাসি জনরায় আন্তর্জাতিকমানের অনেক কাজ হবে।