তাসমীম দিশা
তাসমীম দিশা
Followers : 653

বায়োগ্রাফি : গত বর্ষায় হঠাৎ একদিন প্রশ্ন জাগলো,পরিচয় কী? সেই কোন ছেলেবেলায় "হাজার বছর ধরে" তে জেনেছিলাম-শুধু গোরখোদকই জানে মাথার খুলির পরিচয়। প্রতিদিন আয়নাতে আমার যে প্রতিবিম্বটি দেখা যায় তা নিতান্তই নশ্বর। নশ্বর এই পৃথিবীও। পৃথিবীই যেখানে নশ্বর সেখানে কিছু ডিগ্রি,পদক,প্রাপ্তি আর অর্জনের সমন্বয়ে বানানো তালিকাটা কতটা অস্থায়ী তা আর বলার অপেক্ষা রাখেনা। নশ্বর কিছু আমার পরিচয় হতে পারেনা। আমি অন্ধকারে হাতড়ে ফিরি আমার পরিচয়। কোথা থেকে এসেছি আর যাব কোথায়! শেষমেশ বুঝলাম,এই নশ্বর পৃথিবীতে আমার অবিনশ্বর পরিচয় শুধু আমার নামটুকুই। -তাসমীম দিশা