সালেহ আহমেদ মুবিন
সালেহ আহমেদ মুবিন
জন্ম : 24th August
Followers : 106

বায়োগ্রাফি : সালেহ আহমেদ মুবিন পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববদ্যালয়ের চারুকলা অনুষদে। ছোটবেলা থেকেই বই পড়ার ঝোঁক ছিল, সেটিই একসময় লেখালিখির প্রতি ঝোঁকে পালটে যায়। সেখান থেকেই সূত্রপাত গল্প লেখার। ফ্যান্টাসি এবং ইয়াং অ্যাডাল্ট সাহিত্যে বিশেষ আগ্রহ রয়েছে। সেটি তার অনুবাদ করা বইগুলো দেখলেও আন্দাজ করা যায়। এ গেম অব থ্রোনস, ম্যাগনাস চেইস, দি ইকাবগ বইগুলোর অনুবাদ করেছেন ইতোমধ্যে, নোভেলাইজেশন করেছেন হ্যারি পটার অ্যান্ড দ্য কার্সড চাইল্ড বইয়ের। এছাড়াও থ্রিলার জনরার সাথেও যুক্ত আছেন ওতপ্রোতভাবে। কাজ করেছেন মৌলিক বই নিয়েও। অবসরে আঁকাআঁকি আর দিবাস্বপ্নে কাটে তার। এই মুহূর্তে কাজ করছেন মৌলিক, অনুবাদসহ একাধিক বই নিয়ে।