0
বায়োগ্রাফি : উপন্যাসিক কিংবা কবি যাই বলি না কেন, একজন ফারজানা মিতু আপাদমস্তক একজন কথাশিল্পী, যার কাজ সহজ কথায় কঠিন সব অর্থ পাঠকের সামনে তুলে আনা। আর ফারজানা মিতুকে জিজ্ঞেস করা হলে উনি এক কথায় বলে আমার সবচেয়ে বড় পরিচয় আমি আমার বাবার মেয়ে। সত্যিই তাই। বাবা নুরুল কিবরিয়ার সম্পূর্ণ প্রতিচ্ছবি ধারণ করে চলেছে তাঁরই সন্তান ফারজানা মিতু। শুরুটা ছিল কবিতা দিয়ে তারপর উপন্যাস। দেশের শীর্ষস্থানীয় পত্রিকায় প্রতিদিনই ছাপা হচ্ছে কোনো না কোনো লেখা। কবিতা, ছোটগল্প, প্ৰবন্ধ সব শাখাতেই সমান বিচরণ। পাঠক তার লেখার আকর্ষণীয় ক্ষমতায় ডুবেছেন প্রতিবার। পরকীয়া, বারবনিতা উপাখ্যান, তুমি আমার নীল ঝিনুকের গল্পসহ তিরিশটি বই পাঠকের হাতে হাতে। কখনো প্রেম কখনও রুঢ় বাস্তব সবই উঠে এসেছে মিতুর লেখায়।