হাসান মাহবুব
হাসান মাহবুব
জন্ম : 7th November
Followers : 214

বায়োগ্রাফি : বাবার চাকুরীর সুবাদে দেশের বিভিন্ন জেলায়, বিশেষ করে উত্তরাঞ্চলে শৈশবের বেশিরভাগ সময় কেটেছে। ক্লাস নাইনে ওঠার পর ঢাকায় চাচার বাসায় চলে আসেন লেখাপড়ার জন্যে। ওখান থেকেই এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর নিয়তির এক খেয়ালি সিদ্ধান্তে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পান ।প্রকৌশলী হবার মোহ ভঙ্গ হতে খুব বেশি সময় লাগেনি । মাস ছয়েকের মাথায় তিনি আবিষ্কার করেন, এই জায়গায় তিনি মানানসই নন। কৈশোর থেকে পুষে রাখা সৃজনীচর্চা; গান, গল্প, লিরিক আর সুরের ভুবন থেকে কাঠখোট্টা সমীকরণ এবং সূত্রের জগতে নিজেকে অপাংক্তেয় মনে করে দীর্ঘ হতাশায় নিমজ্জিত হন। পড়ালেখা শেষ করে ঢাকায় আসবার পর কিছু সময় বায় করেছেন পত্র পত্রিকায় ফ্রিল্যান্স কাজ করে। কিন্তু ঠিক যেন নিজেকে প্রকাশিত করতে পারছিলেন না। অবশেষে সামহোয়্যার ইন ব্লগে পেয়ে যান মহা আরাধ্য সেই প্লাটফর্ম। ২০০৮ সাল থেকে এখন পর্যন্ত সেখানেই ব্লগিং করে চলেছেন। মূলত ছোটগল্প লিখে থাকেন, যা ব্লগের ভার্চুয়াল জগত থেকে কাগজ-কলম কালির ভুবনেও আসন গড়ে নেয়। তার লেখা ছাপা হয়েছে বিবিধ লিটল ম্যাগ এবং সংকলনে। প্রকাশিত বইয় - প্রবেশাধিকার সংরক্ষিত , বেড়ালতমা, এসিড বৃক্ষের গান, মন্মথের মেলানকোলিয়া, নরকের রাজপুত্র, জবাইঘর প্রভৃতি ।