0Shopping Cart৳ 0
বায়োগ্রাফি : ছোট থেকেই পুরান ঢাকায় বসবাস। ঘরের পশে দেশের সর্ববৃহৎ বইয়ের আড়ৎ - বাংলাবাজার এবং বাবা ছিলেন দেশের স্বনামধন্য প্রকাশক। বইয়ের জগতে হারিয়ে যাওয়াটা ছিল কেবল সময়ের ব্যাপার। স্কুলের টিফিনের টাকা জমিয়ে কিশোর গোয়েন্দা এবং রহস্য উপন্যাস ক্রয় করা দিয়ে শুরু। নিজের কল্পনা একজন লেখক কিভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে সেটা সবসময়ই তাকে মুগ্ধ করেছে। সেই মুগ্ধতাকে কেন্দ্র করেই লেখালেখির শুরু। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন প্রকাশিত হয় প্রথম উপন্যাস 'মধ্যরাতে টিনের চলে ঢিল মারিলো কে' - ক্রাইম থ্রিলার। অন্যন্য নতুন লেখকদের সাথে কাজ করার ইচ্ছা থেকেই রাইটার্স প্রোজেক্ট নামের একটি প্রতিযোগিতা আয়োজন করে ২০১৫ সালে। টানা তিন বছর এ প্রতিযোগিতা আয়োজনের ফলাফল তিনটি সম্পাদিত গল্পগ্রন্থ 'গেরুয়া রঙিন গল্প' - ১, ২, ৩। স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় পেরিয়ে বর্তমানে চাকরিজীবী।