Product Summery
৬ টি ভৌতিক গল্প নিয়ে সাজানো হয়েছে সংকলনটি, যার প্রথমটির নাম ‘পোড়া’। গল্পটি জেলখানার এক অন্ধকার সেলের দুই কয়েদিকে নিয়ে। ‘নিশাচর’-এ ঘর পালানো এক মেয়ের সাথে গুলশানের এক কফি শপে মধ্যরাতে পরিচয় হয় এক রহস্যময় যুবকের, যে কি-না গাড়ি নিয়ে বের হয়েছে ঢাকা ও এর আশপাশে কিছু প্যারানরমাল এন্টিটিদের হটস্পটে ঢুঁ মারতে। টাইটেল গল্প ‘হুরপতঙ্গ’তে দেখা যায় জেলেদের এক গ্রাম, যেখানে ভোর রাতে একদল জেলে বেরিয়ে পড়ে ভালো করে মাছ ধরবে বলে। কিন্তু নদীতে নিজেদের ফেলা জালে যখন কেউ লাশ হয়ে ভেসে ওঠে তখন লাশবাহী ভ্যান চালকের পিছুপিছু গল্প মোড় নেয় অন্য কোনো এক অজানা আতংকের দিকে। একইভাবে নানাবিধ ভৌতিক উপাদান পাওয়া যায় ‘গুড্রবঙ্গা’তে। ‘টোকা’ সংকলনের সর্বাপেক্ষা ছোট গল্প হলেও এরও ভিন্ন মাহাত্ম্য রয়েছে। পুরান ঢাকার এক ঘিঞ্জি গলির পটভূমি নিয়ে লেখা হয়েছে ‘প্যাপিলন’। সবমিলিয়ে বলতে হয় আবরার আবিরের ভৌতিক গল্পগ্রন্থ "হুরপতঙ্গ" হরর প্রেমীদের জন্য পরখ করে দেখার মতই একটি সংকলন, লোডশেডিং কিংবা ঠান্ডা হাওয়ার নিঝুম রাতগুলোতে সময় কাটানোর জন্য যা সঙ্গী হিসেবে মন্দ হবে না।
ভূতের গল্প পড়া বা শোনার নেশা সেই ছোটবেলা থেকেই। সেসময় পাঁচ টাকায় একদম ছোট ছোট বই পাওয়া যেত। রুপকথার গল্প, ঈশপের গল্প, ভূত-প্রেত এর গল্প আরো কত কি! সবচেয়ে যেই মলাটটাতে ভয়ের তকমা বেশি মিলতো সেটাই বগলদাবা করে বাসায় ফিরতাম। বয়স বাড়ার সাথে সাথে এই একটা অভ্যাস কখনো যায়নি, সেটা হচ্ছে—ব্যাখ্যাতীত এই জনরার প্রতি বিশাল কৌতুহল! বহুদিন পর সেই ধাঁচের একখানা বই পড়লাম। ঠিক হারিকেন এর যুগে ক্রমাগত ঝুঁকে ঝুঁকে বইয়ের পাতা উল্টানোর স্মৃতি রোমান্থন হলো যেন! তো গল্পের কথায় আসি। প্রথম গল্পগুলো বেশি ভালোলেগেছে। "টোকা" শিরোনামের গল্পটা ভালো যদিও আরেকটু ডিটেইলিং হলে ভালো হত! ছোট গল্প মানছি, তবুও গল্পের শেষটায় যেমন টুইস্ট সে অনুযায়ী বিল্ড আপ হয় নি। "নিশাচর" আর "হুরপতঙ্গ" গল্পটার আবহ খুব সুন্দর ছিলো। সবচেয়ে ভালো লেগেছে "পোড়া"। ব্যাখ্যাতীত এই ঘটনার ভৌতিক পরিবেশ আর স্টোরিটেলিং অসাধারণ ছিলো! "প্যাপিলন" গল্পের কিছু অংশ কোরিয়ান ড্রামা "স্ট্রেঞ্জারস ফ্রম হেল" এর ২/১ টা দৃশ্য বা ওইরকম একটা পরিবেশ এর সাদৃশ্য এনে দিচ্ছিলো যদিও প্লটের সাথে কোনো মিল নেই আর এই গল্পটা আর "গুড্রবঙ্গা" কেমন জানি একটু খাপছাড়া খাপছাড়া লাগছিলো। লেখা বেশ ঝরঝরে ছিলো তবে বানান ভুল, একই বাক্যে বারবার একই শব্দের প্রয়োগ ব্যাপারটা বিশ্রী রকমের অশান্তি দেয়। তবে, বই পড়ে মজা পেয়েছি। গল্পগুলো সব রাতে পড়া এজন্য কিছুটা ভয় ও পেয়েছি। হরোর ভালোবাসেন যারা তারা পড়ে দেখতে পারেন কিন্তু!
shoroli shilon 2022-09-17 00:48:57