0
বায়োগ্রাফি : দিবাকর দাস পেশায় ইঞ্জিনিয়ার। তবে যন্ত্রের কলকব্জার চেয়েও জীবনের কলকব্জা তাকে বেশি আকর্ষণ করে। সাহিত্যচর্চা করেন মূলত জীবনকে বোঝার জন্য। মনেপ্রাণে বিশ্বাস করেন, সাহিত্যবোধের মাঝ দিয়েই পরিপূর্ণ হয় মানুষের জীবন। সাহিত্যের নির্দিষ্ট কোনো একটি শাখা আঁকড়ে ধরার ইচ্ছে নেই। তাই বিচরণ করতে চান সকল শাখায়। যত মত তত পথ। দিবাকর দাসের প্রথম কাব্যগ্রন্থ ‘অর্ধশত পদ্য’। বের হয়েছে সাইকোলজিক্যাল থ্রিলার ‘ছায়াবাজি’, কিশোর উপন্যাস ‘মির্জাপুরে মহাতঙ্ক’ আর সবশেষে ঐতিহাসিক ফিকশন ‘দ্য নেস্ট অব স্পাইডার'। ‘পঞ্চম’ তার পাঁচ নম্বর প্রকাশিত বই।