0
বায়োগ্রাফি : তানজিরুল ইসলামের জন্ম লালমনিরহাটে। রংপুর জিলা স্কুল থেকে এসএসসি ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেছেন। সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যন্ত্রকৌশল বিভাগ থেকে অধ্যয়ন শেষ করেছেন। শৈশব থেকেই লেখালেখির প্রতি আগ্রহ। তানজিরুল ভালোবাসেন সায়েন্স ফিকশন ও ফ্যান্টাসি। থ্রিলার সাহিত্যের প্রতি রয়েছে তার আলাদা ঝোঁক। ‘অনুভূতিহীন’ নামক তার একটি কল্পবিজ্ঞানের গল্প প্রথম প্রকাশিত হয় কলেজ-ম্যাগাজিনে। থ্রিলার গল্প সংকলন-৪, অতীন্দ্রিয়, গল্প তরু, গল্পের আসর ও বিসর্গ সহ আরো কিছু সংকলনে তার বেশ কয়েকটি মৌলিক গল্প প্রকাশিত হয়েছে। বাতিঘর প্রকাশনী থেকে প্রকাশিত মার্কিন থ্রিলার লেখক হারলান কোবেনের ‘টেল নো ওয়ান’ তার প্রথম অনুবাদ গ্রন্থ। ‘প্রজাপতি বসে আছে মাত্রায়’ তার প্রথম মৌলিক উপন্যাস।