নুজহাত ইসলাম নৌশিন
নুজহাত ইসলাম নৌশিন
Followers : 111

বায়োগ্রাফি : নুজহাত ইসলাম নৌশিনের প্রকাশিত বই ঝরা ফুল দলে, গৃহটান। এ ছাড়া একটি আন্তর্জাতিক গল্প প্রতিযোগিতায় তার লেখা তিনটি গল্প স্থান পায়। এগুলোর নাম অনীশ্বর, অমৃত পুত্র, বিড়াল তপস্বী। ‘রবি বইঘর’ আয়োজিত ‘ভাষা ও ভালোবাসার গল্প ২০২১’ প্রতিযোগিতায় তার গল্প ‘অগ্রহায়ণ’ সেরা স্থান দখল করে।