0
বায়োগ্রাফি : নাবিল মুহতাসিমের জন্ম ও বেড়ে ওঠা রংপুরে। বাবা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, মা গৃহিনী। রংপুর জিলা স্কুল ও কারমাইকেল কলেজে পড়েছেন। বর্তমানে চিকিৎসাশাস্ত্রে অধ্যয়ন করছেন ঢাকা মেডিকেল কলেজে। সপ্তম শ্রেণীতে পড়ার সময় এক জাতীয় দৈনিকে লেখার মাধ্যমে আত্মপ্রকাশ, এরপর অনেক জাতীয় ও স্থানীয় পত্র-পত্রিকায় অসংখ্য লেখা প্রকাশ হয়েছে তার। লেখালেখির বাইরে আগ্রহ রয়েছে জ্যোতির্বিদ্যা, ভ্রমণ, ইতিহাস ও ভূগোলে। সব ধরণের বইপত্র, বিশেষত থ্রিলার ও হররের একনিষ্ঠ পাঠক। বাতিঘর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে তার অনুবাদ ‘বর্ণ লিগ্যাসি’ ও ‘ফাইট ক্লাব’। ২০১৬ সালের বইমেলায় প্রকাশিত নাবিল মুহতাসিমের তার প্রথম মৌলিক হরর-থ্রিলার জনরার উপন্যাস ‘শ্বাপদ সনে’।