0
বায়োগ্রাফি : রিয়াদুল হকের প্রকাশিত গ্রন্থ ‘ আমার মা’, ‘বার্লিনে বন্ধুত্ব’, ‘ভূতের স্বর্ণ তাবিজ’, ‘অল্প কথার গল্প’, ‘লাভার্স পয়েন্ট’ (প্রাপ্তবয়স্কদের ছোট গল্প)। বিজনেস নিয়ে পড়াশোনা করেছেন। বিবিএ, এমবিএ (মার্কেটিং) শেষে এখন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আছেন রিয়াদুল হক।