0
বায়োগ্রাফি : এ সময়ের জনপ্রিয় লেখক মারুফ রেহমান। জন্ম ৭ ফেব্রুয়ারি ১৯৮৭। নাট্যকার হিসেবেও রয়েছে তার খ্যাতি। তার রচনা বা তার গল্প নিয়ে তৈরি নাটক-টেলিছবিগুলোও দর্শকনন্দিত। পত্রিকা, টেলিভিশন, রেডিও- সবক্ষেত্রেই মারুফ রেহমানের উপস্থিতি বিশেষভাবে উল্লেখযোগ্য। সিনেগল্প ঈদ অ্যাওয়ার্ডস ২০২১- এ ‘লাবণী’র জন্য পেয়েছেন সেরা গল্পকারের স্বীকৃতি। ‘লাবণী’ লেখকের পাঠকপ্রিয় উপন্যাসগুলোর একটি।