Product Summery
পুরো দেশ আছে মুশিবতে। আমিও তার বাইরে না। আমার মুশিবত সম্পূর্ণ ভিন্ন। বছর জুড়ে কারণে অকারণে আমি মুশিবতে পড়েছি। ফেসবুকের অগণিত বন্ধুরা এবং গুটিকয়েক বান্ধবীরা আমার মুশিবতের কিছুটা জানেন। সেইসব মুশিবতের সংকলন নিয়েই এই মুশিবতনামা। নোট: মুশিবত বানানটাই নাকি ভুল। এতদিন ভুল বানানে লিখে এসেছি? এ কোন মুশিবত?