0
বায়োগ্রাফি : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একাধারে বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনিই। তাঁকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য প্রথম জীবনেই তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ দক্ষতা ছিল তার। তিনিই প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ ও অপরবোধ্য করে তোলেন। শিশুপাঠ্য বর্ণপরিচয়, সংস্কৃত ব্যাকরণ গ্রন্থসহ সংস্কৃত, হিন্দি ও ইংরেজি থেকে বহু বই বাংলায় অনুবাদ করেছেন। এছাড়া বিধবা বিবাহ ও স্ত্রীশিক্ষার প্রচলন, বহুবিবাহ ও বাল্য বিবাহের মতো সামাজিক অভিশাপ দূরীকরণে তার অবদান আজও শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ সালে বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন।