0
বায়োগ্রাফি : ১৯৮০ সালে ফেনীর পরশুরামে জন্মগ্রহণ করেন স্বকৃত নোমান। মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে কামিল পাশ করে তিনি ফেনীর সোনাগাজী ডিগ্রি কলেজ থেকে বিএ পাশ করেন। এই কথাসাহিত্যিক সমকালীন তরুন লেখকদের মধ্যে অগ্রগণ্য। লেখকের উল্লেখযোগ্য বই রাজনটী (উপন্যাস), বেগানা (উপন্যাস), হীরকডানা (উপন্যাস), নিশিরঙ্গিনী (গল্পগ্রন্থ), কালকেউটের সুখ (উপন্যাস), বালিহাঁসের ডাক (গল্প), আবদুশ শাকুরের জীবনী, প্রাচ্যের ভাব আন্দোলনের গতিধারা (প্রবন্ধ), খ্যাতিমানদের শৈশব (গবেষণা), গুণীজন কহেন (সাক্ষাৎকার সংকলন), বহুমাত্রিক আলাপ (সাক্ষাৎকার সংকলন), বাংলাদেশের সাম্প্রতিক গল্প (সম্পাদনা) প্রভৃতি।