প্রেম চিরন্তন বিস্ময়। যেখানে পরাজয় বা পরাজিত বলে কোনো শব্দের অস্তিত্ব নেই! কেবল প্রিয় মানুষকে পাওয়ার আকুতি আর তার প্রতি নিবেদনই যেন মুখ্য । ‘রক্তাক্ত লাল গোলাপ’ গল্পগ্রন্থে এমনই কিছু আখ্যান উপস্থান করেছেন লেখক সৈয়দ জুনায়েদ। বইয়ের নামগল্পে আবীর ও রিয়া বাস্তবতার কাছে হেরে যাওয়া মানুষের প্রতিনিধি। সম্পর্কের জটিলতার চেয়ে সামাজিক ও সাংসারিক বাস্তবতা তাদেরকে দূরে রেখেছে। তবুও যেন কাছে থাকে তারা। দূরত্বের চেয়েও প্রিয় মানুষকে কাছে পাওয়ার আকুতি ও নিবেদনই শেষ পর্যন্ত মুখ্য হয়ে ওঠে। বইয়ের অন্যান্য গল্পগুলোতে মানুষের নিঃসঙ্গতাবোধ, প্রেম-বিরহ, সামাজিক চিত্র উপস্থাপিত হয়েছে। বইয়ের অন্য গল্পগুলো হলো- নিঃসঙ্গতা, ভালোবাসার সাতকাহন, টেস্ট রিপোর্ট, ফিতায় বন্দি ভালোবাসা, শেষ চিঠি, এখনো খুঁজি তোমায়।
সৈয়দ জুনায়েদ-এর জন্ম ফরিদপুর শহরের গোয়ালচামট হাজরাতলায়, ১৯৮৯ সালের ১১ ফেব্রুয়ারি। তার বাবার নাম সৈয়দ নজরুল হক, মায়ের নাম মাহফুজা খানম। পড়াশোনা করেছেন ফরিদপুর জিলা স্কুল, সরকারি ইয়াসিন কলেজ, সরকারি রাজেন্দ্র কলেজ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এ। ‘রক্তাক্ত লাল গোলাপ’ তার প্রথম গ্রন্থ।