Rahasyo Samagro 1

রহস্য সমগ্র-১

Product Summery

এই রহস্যময় স্থানটি হলো উত্তর বার্মার ঘন জঙ্গলে। ছোট একটি হ্রদ। লর্ড মাউন্ট-ব্যাটেন যার নামকরণ করেছিলেন দ্য লেক অব নো রিটার্ন— যে হ্রদ থেকে ফেরা যায় না। দ্বিতীয় মহাযুদ্ধের সময় এই অঞ্চলে একটি রাস্তা তৈরি হয়েছিল। ১৯৪৩ সালে এই রাস্তার কাজ শুরু হয়। তখনই এই রহস্যময়দের কথা জানা যায়। প্রকাশিত হয় এই অলৌকিক ক্ষমতার কথা। সেখানে যেসব মিলিটারি কনভয় পাঠানো হতো, লেকের কাছাকাছি পাঙস পাস পার হওয়ার পরপরই সেগুলো অদৃশ্য হয়ে যেত। এই ভুতুড়ে ঘটনার কথা জানার পর অনেকেই আতঙ্কিত হয়েছিল। দেখা গেল— একজন জাপানি সৈনিক সে হ্রদ পেরিয়ে আসতে পারেনি। ওই লেক অঞ্চলে অদৃশ্য হতে থাকার কারণে জাপান আর নতুন করে ওই পথে সেনাবাহিনী পাঠায়নি। এখনো ওই অঞ্চলের অলৌকিক রহস্যের সমাধান কেউ বের করতে পারেনি।

Tab Article

এই রহস্যময় স্থানটি হলো উত্তর বার্মার ঘন জঙ্গলে। ছোট একটি হ্রদ। লর্ড মাউন্ট-ব্যাটেন যার নামকরণ করেছিলেন দ্য লেক অব নো রিটার্ন— যে হ্রদ থেকে ফেরা যায় না। দ্বিতীয় মহাযুদ্ধের সময় এই অঞ্চলে একটি রাস্তা তৈরি হয়েছিল। ১৯৪৩ সালে এই রাস্তার কাজ শুরু হয়। তখনই এই রহস্যময়দের কথা জানা যায়। প্রকাশিত হয় এই অলৌকিক ক্ষমতার কথা। সেখানে যেসব মিলিটারি কনভয় পাঠানো হতো, লেকের কাছাকাছি পাঙস পাস পার হওয়ার পরপরই সেগুলো অদৃশ্য হয়ে যেত। এই ভুতুড়ে ঘটনার কথা জানার পর অনেকেই আতঙ্কিত হয়েছিল। দেখা গেল— একজন জাপানি সৈনিক সে হ্রদ পেরিয়ে আসতে পারেনি। ওই লেক অঞ্চলে অদৃশ্য হতে থাকার কারণে জাপান আর নতুন করে ওই পথে সেনাবাহিনী পাঠায়নি। এখনো ওই অঞ্চলের অলৌকিক রহস্যের সমাধান কেউ বের করতে পারেনি।

Tab Article

আলী ইমামের জন্ম ব্রাহ্মণবাড়িয়ায়। তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা প্রায় ছয় শতাধিক। তিনি শিশুদের জন্য গল্প, প্রবন্ধ, ভ্রমণকাহিনী, বিজ্ঞান কল্পকাহিনী ও উপন্যাস লিখে বেশ খ্যাতি অর্জন করেছেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের মহা-ব্যবস্থাপক থেকে ২০০৬ সালে অবসরগ্রহণ করেন। শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, ইকো সাহিত্য পুরস্কার, নেধুশাহ সাহিত্য পুরস্কার, লেখিকা সংঘ পুরস্কারে ভূষিত হন।

ADD A REVIEW

Your Rating

0 REVIEW for রহস্য সমগ্র-১ !

এই লেখকের আরও বই

এ রকম আরও বই