সমাজের বিভিন্ন স্তরের মানুষের জীবনে ঘটে যাওয়া নানারকম ঘটনা খুবই শৈল্পিকভাবে গল্পে তুলে এনেছেন লেখক। তাঁর এই গল্পগ্রন্থে ছয়টি গল্প আছে। কোনও গল্পে শতবর্ষের কাছাকাছি বয়সের মা এবং ষাট অতিক্রম করা ছেলের কাহিনি, কোনও গল্পে বহু বহু বছর পর বড় ব্যবসায়ী ছেলের মনে পড়েছে কিশোর বয়সে বন্ধুর বাবার কাছে শোনা তার বাবার এক ঋণের কথা, কোনও গল্পে গ্রামের নির্জন কবরের পাশে পড়ে থাকা জ্যান্ত শিশু...‘ফেলে যাওয়া রুমালখানি’ জীবনের এই রকম ছয়টি দিকে নিয়ে যাবে পাঠককে।
ইমদাদুল হক মিলন বাংলা ভাষার জনপ্রিয় কথাসাহিত্যিক। গল্প, উপন্যাস ও নাটক এই তিন শাখাতেই তিনি সিদ্ধহস্ত। ‘কিশোর বাংলা পত্রিকা’য় একটি শিশুতোষ গল্প লিখে তিনি সাহিত্যজগতে আত্মপ্রকাশ করেন। এপার-ওপার দুই বাংলায়ই তিনি তুমুল জনপ্রিয়। তাঁর আলোড়ন সৃষ্টিকারী উপন্যাসের মধ্যে 'নূরজাহান' অন্যতম। এ ছাড়া অধিবাস, পরাধীনতা, কালাকাল, পরবাস, কালোঘোড়া, মাটি ও মানুষের উপাখ্যান, জীবনপুর, লিলিয়ান উপাখ্যান, কবি ও একটি মেয়ে, পর, সাড়ে তিন হাত ভূমি প্রভৃতি তাঁর অন্যতম রচনা। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য তিনি একুশে পদকে ভূষিত হয়েছেন। ইমদাদুল হক মিলন ১৯৫৫ সালে বিক্রমপুরের মেদিনীমণ্ডল গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস মুন্সীগঞ্জের লৌহজং থানার পয়সা গ্রামে।