Product Summery
গ্রামীণ সমাজের ভণ্ডামি, কূটচাল, উঁচু-নিচু জাত ও পারিপার্শ্বিক অবস্থাকে কেন্দ্র করে লেখা এই বই। মাতব্বর শ্রেণি হলো ভিলেজ পলিটিক্স নামক ক্যানসারের জীবাণু, এদেরকে ‘সমাজের কীট’ বলা হয়। সমাজের কীটদের আচরণ এতোই রহস্যময় ও জঘন্য যে, গ্রামে কোনো অপরাধ সংঘটিত হলে এরা কখনোই নিরাপরাধীর পক্ষে থাকে না। কারণ সেখানে লাভের অঙ্ক শূন্য। এক গাদা অশিক্ষা আর বস্তাখানেক মিথ্যার সংমিশ্রণে এরা হয়ে ওঠে আজব এক প্রাণী। এই প্রাণী গ্রামের সহজ সরল, নিরীহ মানুষের মায়া, মমতা, আবেগ ও অনুভূতিসমূহ গিলে খেয়ে খেয়ে হয়ে উঠে প্রতাপশালী কিংবা প্রভাবশালী। যার সঙ্গে তাদের মূর্খতা, পেশিশক্তি আর নিরক্ষরতার দাপট যুক্ত হয়ে গ্রাম হয়ে ওঠে ‘মিথ্যা, অহংকার, প্রতারণা আর প্রবঞ্চনার লীলাক্ষেত্র।’
No review found