Product Summery
সিলেটের গহীন বনে দীর্ঘদিন পর জ্ঞান ফিরে পাওয়া মানুষটা কে? কিয়াসু কেন সেই মানুষটার প্রতি এতো আগ্রহী? কিয়াসুর জীবনের অন্ধকার উপাখ্যান জানতে চান? ওদিকে রাজস্থানের যে ঘটনা ‘সত্য-কলামে’ ঠাই নিয়েছে, তা কি আদৌ ঘটেছিলো? কুড়িগ্রামের সীমান্ততঘেষা অঞ্চলে রাতের গভীরে নেমে আসা নিশিবু’র অভিশাপ কতোটা সত্যি? বরিশালের ঝালকাঠিতে প্রতি আমাবস্যার রাতে অজ্ঞাত আক্রমনের জন্য দায়ী কে? এর জন্য স্থানীয় মন্ত্রীর কেনো এতো মাথা ব্যথা? ওদিকে সাফওয়াত আর আইরিন সুন্দরবনের গভীরে এক চরে বন্দী। দূর থেকে ভেসে আসছে হিংস্র মায়াবাঘের হুংকার! কী করবে তারা? এমন অজস্র প্রশ্নকে পেছনে ফেলে সবার একটাই জিজ্ঞাসা। রফিক শিকদার কোথায়? ‘হার না মানা অন্ধকার’ জগতের দ্বিতীয় আখ্যান ‘ঘিরে থাকা অন্ধকার’, পাঠকদের আরেকবার নিয়ে যাবে প্রকৃতির সব অদ্ভুত আর ব্যাখ্যাতিত ঘটনার জগতে।
রফিকের জীবনে ঘটে চলা অতিপ্রাকৃতিক ঘটনাগুলো এখনো চলছে। তারই সাথে সাথে চলছে তার পত্রিকা সত্যকলাম। ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে পত্রিকাটি। দেশের বিভিন্ন প্রান্তে ঘটে চলা বিভিন্ন অতিপ্রাকৃত ঘটনা সমাধান সহিত প্রকাশিত হচ্ছিল। সেই ঘটনাগুলো এবং পুরনো ঘটনাগুলোর পরিণতি নিয়ে এক চমৎকার আখ্যান ঘিরে থাকা অন্ধকার। ১৯২ পৃষ্ঠার বইটি সকালে শুরু করে বিকালে শেষ করে ফেলেছিলাম। আগের বইটা যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হয়েছে এই বইয়ের কাহিনী। লিখনশৈলী তার আকর্ষণ ধরে রেখেছিল। এই বইটা যেদিন পড়ি সেদিনও ঝড় হচ্ছিল। বইয়ের কাহিনীর সাথে পরিবেশও বেশ উপভোগ্য হয়ে উঠেছিল। হার না মানা অন্ধকারে থাকা অনেক ঘটনা এই বইয়ে পরিণতি পেয়েছে। আবার অনেক ঘটনা নতুন বাঁক নিয়েছে। সবমিলিয়ে এই বইটিও ভালো লেগেছে। বিশেষ করে কিয়াসুর ঘটনা আর তারপর সেই ঘটনার পরবর্তী ঘটনাগুলোও। এই সিরিজের প্রিয় একটি চরিত্র ছিল কিয়াসু। বাপ্পী ভাইয়া এই বইয়ে তার অন্ধকার আখ্যানগুলোর সংযোগ ছাড়াও আরও একটা ব্যাপার ফুটিয়ে তুলেছিলেন। স্বকীয় বিভিন্ন অতিপ্রাকৃতিক উপাদান, বিভিন্ন আচার-উপাচার ও কাউলাডাকসহ নিত্য নতুন টার্মগুলো। তাছাড়া তার ডিটেইলে বর্ণনা কাহিনীকে চোখের সামনে মেলে ধরেছে নিখুঁতভাবে। নৃশংস বর্ণনাগুলোও ভালোভাবেই তুলে ধরেছেন। এটা পছন্দের জায়গা ছিল। নৃশংস ঘটনাগুলোর নৃশংস বিবরণ ফুটে উঠেছে খুব ভালোভাবে। প্রায় সবগুলো গল্পই আমার ভালো লেগেছে। তবে সবচেয়ে ভালো লেগেছে কিয়াসুর ঘটনাটা এবং ঝালকাঠির ঘটনাটা। ও, আরেকটা কথা। এই বইটা পড়ার সময় আপনার মনে হবে গল্পকথকের সাথে আপনিও ঘুরে বেড়াচ্ছোন দেশের আনাচে-কানাচে নানান জায়গায়। সবমিলিয়ে এই বইটিও ভালো লেগেছে আমার।
Tarik Mahtab Siam 2022-01-19 10:00:03