Product Summery
প্রায় একই সময়ে একই শহরে বসবাস করে, একই ধরনের কর্মে রত থাকার পরও কেউ কারও সম্পর্কে একটি কথাও বলেন নি বা কিছু লেখেন নি!এমন কি কেউ কারও সঙ্গে দেখা পর্যন্ত করেন নি। অথচ এই দুজনেই বাংলার দুই অবিস্মরণীয় ও সৃজনশীল ব্যক্তিত্ব। তাঁরা রবীন্দ্রনাথ ঠাকুর ও রোকেয়া সাখাওয়াত হোসেন। রবীন্দ্রনাথ যখন নোবেল পুরস্কার লাভ করেন, বাংলায় বেগম রোকেয়ার খ্যাতি তখন মধ্য গগণে। অথচ এই পরম সময়েও তাঁদের যোগাযোগ ঘটেনি। অনুসন্ধিৎসু জনের মনে এই প্রশ্ন উঠতেই পারে, কেন এমন ঘটেছিল? ‘রোকেয়া ও রবীন্দ্রনাথ কাছে থেকেও দূরে’ গ্রন্থে পূরবী বসু এই বিস্ময়কর ঘটনাটি নানা দিক থেকে পর্যবেক্ষণ করেছেন এবং নানা উপাত্ত সহকারে বিশ্লেষণ করেছেন।
এরকম একটি সমকালীন বই কালেকশনে দেখলে ভালো লাগলো।
জাফরিন হোসেন 2021-03-29 17:00:26