Product Summery
বিছানায় শুয়ে স্নেহার মনে হল মোমবাতিটা জ্বালিয়ে রেখে ভালই করেছে। ঢাকার বাসায় কখনো মোম জ্বালিয়ে ঘুমানো হয় না। এইযে এখন দেয়ালে বড়বড় ছায়া পড়েছে। দেখতে বেশ লাগছে। ছায়ার দিকে তাকিয়ে থাকতে থাকতেই স্নেহা ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর কোন কারণ ছাড়াই তার ঘুম ভেঙ্গে গেল। মনে হচ্ছে মোমবাতির আলোটা চোখে লাগছে। বাতাসে আগুনের শিখা কাঁপছে। আর সেই কারণে ছায়াগুলোও চোখের উপর কাঁপছে। মোমবাতিটা নেভাতে হবে। স্নেহা বিছানা থেকে নামার আগেই মোমবাতিটা নিভে গেল। মোমবাতি নেভার হাজারো কারণ আছে। স্নেহা আর এই নিয়ে মাথা ঘামাল না। স্নেহার জানা হাজার কারণের কোনটাতেই মোমবাতি নেভেনি। এক অজানা কারণেই নিভেছে। নিচতলায় এখন কিছু একটা ঘটতে যাচ্ছে। মুমু এসেছে সোহেলের কাছে। আজ অন্য উদ্দেশ্যে এসেছে মুমু। এই সময় আশেপাশে বাতি জ্বলার নিয়ম নেই।
No review found