Science Mix - Comics

সায়েন্স মিক্স - কমিক্স

Product Summery

টিকটালিক কে? টিকটালিক হল গিয়ে এক ধরনের মাছ- নাহ মাছ নয় ঠিক। চারপেয়ে? নাহ তাও না। আসলে টিকটালিকের পরিচয় দেয়া আরেক মুশকিল। আমাদের পৃথিবীতে চরে বেডাত সে প্রায় সাড়ে সাই-ত্রিশ কোটি বছর আগে!!! সে বহু কাল আগের কথা। আজকের পৃথিবীতে আর ওকে দেখতে পাবেনা। ওর পরিচয়টা দেয়া যাক এইবেলা। মাছই বলা যেত তাকে, পানিতে সাঁতার কেটে কেটে জীবন কাটিয়ে দিতেই পারত সে অন্য হাজার জাতের মাছের ভীড়ে। কিন্তু টিকটালিকের মনে যে হাজার প্রশ্ন- পানির ওপারে ডাঙায় কী আছে? সেই কৌতুহল মেটাতেই প্রথম ডাঙায় উঠে এল সে পানির ওপরের দুনিয়াটা কেমন তা দেখতে। আর মাছের পাখনা দিয়ে তাে মাটির পৃথিবীতে হেঁটে বেড়ানাে মহা বিপত্তি, কাজেই তার পাখনাগুলাে ছিল ঠিক অন্য মাছদের পাথনার মত নয়, বরং একটু একটু পায়ের মত অনেকটা চারপেয়ে উভচর আমরা যাদের দেখি তাদের মত। সত্যি বলতে আজকের পৃথিবীতে সমস্ত উভচরের পূর্বপুরুষ হল আমাদের এই বন্ধু- টিকটালিক। তার আগে সকল প্রাণী পানিতেই বেশ ছিল। টিকটালিকের দেখানাে পথ ধরেই উদ্ভব হয় মাছ থেকে উভচর আর চারপেয়েদের, এমনকি আবির্ভাব ঘটে ধীরে ধীরে আমাদের।

Tab Article

টিকটালিক কে? টিকটালিক হল গিয়ে এক ধরনের মাছ- নাহ মাছ নয় ঠিক। চারপেয়ে? নাহ তাও না। আসলে টিকটালিকের পরিচয় দেয়া আরেক মুশকিল। আমাদের পৃথিবীতে চরে বেডাত সে প্রায় সাড়ে সাই-ত্রিশ কোটি বছর আগে!!! সে বহু কাল আগের কথা। আজকের পৃথিবীতে আর ওকে দেখতে পাবেনা। ওর পরিচয়টা দেয়া যাক এইবেলা। মাছই বলা যেত তাকে, পানিতে সাঁতার কেটে কেটে জীবন কাটিয়ে দিতেই পারত সে অন্য হাজার জাতের মাছের ভীড়ে। কিন্তু টিকটালিকের মনে যে হাজার প্রশ্ন- পানির ওপারে ডাঙায় কী আছে? সেই কৌতুহল মেটাতেই প্রথম ডাঙায় উঠে এল সে পানির ওপরের দুনিয়াটা কেমন তা দেখতে। আর মাছের পাখনা দিয়ে তাে মাটির পৃথিবীতে হেঁটে বেড়ানাে মহা বিপত্তি, কাজেই তার পাখনাগুলাে ছিল ঠিক অন্য মাছদের পাথনার মত নয়, বরং একটু একটু পায়ের মত অনেকটা চারপেয়ে উভচর আমরা যাদের দেখি তাদের মত। সত্যি বলতে আজকের পৃথিবীতে সমস্ত উভচরের পূর্বপুরুষ হল আমাদের এই বন্ধু- টিকটালিক। তার আগে সকল প্রাণী পানিতেই বেশ ছিল। টিকটালিকের দেখানাে পথ ধরেই উদ্ভব হয় মাছ থেকে উভচর আর চারপেয়েদের, এমনকি আবির্ভাব ঘটে ধীরে ধীরে আমাদের।

Tab Article

ADD A REVIEW

Your Rating

0 REVIEW for সায়েন্স মিক্স - কমিক্স !

এ রকম আরও বই