একটা নারীই আরেকটা নারীর মর্মব্যথা বুঝতে পারে। রাত্রির কাছে বাঁধভাঙা কান্নায় ভেঙে পড়বে সে, সমস্ত বেদনা বুকে জড়ো করে আষাঢ়ের মুষলধারে বৃষ্টির মতো। সব কষ্টগুলোকে বৃষ্টির মতো ঝরিয়ে দেবে এ ধরায়। ঘ্যারঘ্যার করে পিচঢালা রাস্তায় লাগেজটা টানতে টানতে হেঁটে চলছে বহ্নি। স্থির, শূন্য দৃষ্টি চোখে। পৃথিবীর কোনো কোলাহলই তাকে স্পর্শ করছে না। জীবনের অনেক বড় একা সিদ্ধান্ত নিতে চলেছে সে।
শানারেই দেবী শানু অভিনেত্রী হিসেবে পরিচিতি ও খ্যাতি পেয়েছেন। তার আরেকটি উপাধি ‘লাক্সতারকা’। এখন নিয়মিত লিখছেন কবিতা ও উপন্যাস। শানুর জন্ম ২২শে ফেব্রুয়ারি, সিলেটে। বাবা কবি এ. কে. শেরামের দেওয়া নাম, খুব পছন্দের। শানারেই, মণিপুরী শব্দ-মানে গাঁদা ফুল। শৈশবেই মণিপুরী নৃত্যে হাতেখড়ি, মা চন্দ্রা দেবীর হাত ধরে। স্বপ্নের ডানা মেলে বেড়ে ওঠা সিলেটের সবুজ-শ্যামল প্রকৃতির সাথে। পড়াশুনা সিলেট এম. সি. কলেজ থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘নীল ফড়িং কাব্য’ প্রকাশ পায় ২০১৭ বইমেলায়। লেখালেখির প্রথম স্বীকৃতি হিসেবে ‘সিটি আনন্দ আলো পুরস্কার ২০১৭’ পান। এরপর আরও কয়েকটি কাব্যগ্রন্থ বের হয়েছে। ২০১৯ সালে প্রথম উপন্যাস ‘একলা আকাশ’-এর প্রকাশ। আর প্রথম শিশুতোষ বই ‘শানারেই ও তার জাদুর লেইত্রেং’-এর জন্য ‘মীনা মিডিয়া এওয়ার্ড ২০১৯’ অর্জন করেন। প্রকাশিত গ্রন্থের তালিকায় আরও আছে লাল এপিটাফ, ত্রিভুজ, অসময়ের চিরকুট, একলা আকাশ।