Product Summery
‘ড্রাকুলা’ ১৮৯৭ সালে গথিক ধারার লেখা একটা ভয়াল উপন্যাস। রচয়িতা আইরিশ সাহিত্যিক ব্র্যাম স্টোকার। তার রচনায় ভ্যাম্পায়ার (রক্তচোষা বাদুড়) কাউন্ট ড্রাকুলা চরিত্রটি প্রাণবন্ত হয়ে উঠেছে। উপন্যাসটিতে রক্তচোষা কাউন্ট ড্রাকুলা তার নিজ গ্রাম ট্রান্সসিলভ্যানিয়া থেকে ইংল্যান্ডে এসে ঘাঁটি গাড়ে। যাতে ও আরও নতুন রক্ত পান করতে পারে, ও আরও দীর্ঘ জীবন লাভ করতে পারে। ওর এই অন্যায় কাজে বাধা হয়ে দাঁড়ান অধ্যাপক আব্রাহাম ভ্যান হেলসিং। তার সাহায্যকারী হয়ে তার সাথে থাকে জনাথন, মরিস, মিনা হারকার। ড্রাকুলা লেখার পর ভয়াল উপন্যাস, প্রেত কাহিনি লেখার একটা ধারা তৈরি হয়ে যায় ইউরোপিয় সাহিত্যে।
No review found