Product Summery
রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণবিকাশের প্রথম পরিচয় মানসী কাব্যগ্রন্থ যেখানে তিনি নানাবিধ ছন্দের সফল শৈল্পিক প্রয়োগ করেছেন। তিনি এই গ্রন্থে যুক্তাক্ষরকে পূর্ণ মূল্য দিয়ে প্রয়োগ করেন। গ্রন্থটি ১৮৯০ সালে প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুরের সামর্থ সুনির্দিষ্ট হয়েছে এবং চিন্তাশক্তি পরিপুষ্টি হয়েছে। মানসী কাব্যগ্রন্থে ছন্দের ক্ষেত্রে যেমন কবি প্রতিভার বৈচিত্র্য প্রকাশ পেয়েছে তেমনি রোমান্টিকতা, বিশ্বসত্তার সঙ্গে মিলনাকুতি, জীবনদর্শন, প্রেমভাবনার অতীন্দ্রিয়তার উন্নয়ন, জীবনদেবতার লীলাচেতনসহ আরো অনেক বিচিত্র বিষয় স্থান পেয়েছে। ড. ক্ষুদিরাম দাসের ভাষায়, ‘খাঁটি বাংলায় মাত্রাবৃত্ত ছন্দের অনায়াস স্ফুরণের যে প্রাথমিক চপলতা তা ‘মানসী’র কতকগুলো কবিতায় প্রাপ্তব্য।’
No review found