Product Summery
রাজনীতি, গোপন-সঙ্ঘ আর আদি ভৌতিক রহস্যের মিশেলে লেখা ‘অবাধ্য’ আপনাকে পরিচয় করিয়ে দেবে এক সম্ভ্রান্ত পরিবারের সঙ্গে। সংঘাত আর প্রতিশোধের এ এক গা শিউরে ওঠা গল্প। কে জানত নীলক্ষেতের পুরনো বইয়ের দোকানে খুঁজে পাওয়া নিজের শৈশবের প্রিয়তম বইটা মুখোমুখি করে দেবে এক অবিশ্বাস্য সত্যের সামনে? অপরিণত পাপের এক রোমহর্ষক গল্প ‘সরফরাজের বই’ আপনাকে নিয়ে যাবে দূরন্ত কৈশোরে। ধাঁধা আর সিরিয়াল কিলার এরা যেন অবিচ্ছেদ্য দুই বন্ধু। একজনকে ছাড়া অন্য যেন নিষ্প্রাণ। মাইন্ড বেন্ডিং এক দুর্দান্ত সাইকোলজিকাল থ্রিলার ‘হেঁয়ালি ঘাতক’ আপনাকে এক নিমিষে তুলে নিয়ে যাবে মনের গহীনে এক অন্ধকার, শীতল রহস্যের জগতে সে আপনি না চাইলেও... এমন ছয়টি গল্প নিয়ে সানজিদ পারভেজের অতিপ্রাকৃত গল্প সংকলন 'ভয়াল ছয়'।
সানজিদ পারভেজকে চিনেছি বইঘর-এর মাধ্যমেই। তাঁর 'কবর ভাগ্য' নভেলটি আগ্রহ নিয়ে পড়তে শুরু করেছিলাম। আকারে বড় নয় বলে মোটামুটি এক টানে শেষ করেছি। আমি যেহেতু থ্রিলার লাভার পাঠক, খুঁজতে শুরু করলাম তার অন্য বই। কিন্তু বইঘরের বাইরে কিছুই পেলাম না। এখানেই পড়ে নিলাম লেখকের অতিপ্রাকৃত গল্প সংকলন 'ভয়াল ছয়'। মাত্রটি ছয়টি গল্প। ‘অবাধ্য’ এক সম্ভ্রান্ত পরিবারের গল্প। রাজনীতি, ষড়যন্ত্র আর আদি ভৌতিক রহস্যের মিশেলে লেখা এটি।সংঘাত ও প্রতিশোধের গল্পও বলা যায়। প্লট, উপস্থাপনা- বেশ ভালো। সুপাঠ্য। সাবলীল। "...আলতো করে চোখ মেলে তাকালাম। কাগজের মতো যেন আমার সামনের দৃশ্যপটটা পুড়তে লাগল! আর তাতে হাশিম মেঝবাহর একতলা দালানের বড় ঘরটা যেন হারিয়ে যেতে লাগল। আবার পুড়তে পুড়তেই তার পিছন থেকে নতুন আরেকটা দৃশ্যপটের অবতারনা হল..."- এমন অনেক সুন্দর বর্ণনা পাওয়া যায় 'হেঁয়ালি ঘাতক' গল্পটিতে। এখানেও যথারীতি রহস্য, কিছু অমীমাংসিত ঘটনার উপস্থিতি পাঠককে 'চাপ'-এর মুখে ফেলে দেয় যেন! সত্যি বলতে, মাইন্ড বেন্ডিং এক দুর্দান্ত সাইকোলজিকাল থ্রিলার ‘হেঁয়ালি ঘাতক’। গল্পের নামটাও এক কথায় দারুণ। এদিকে অপরিণত পাপের রোমহর্ষক গল্প ‘সরফরাজের বই’ যেন আমারই দুরন্ত কৈশোরের এক ফ্ল্যাশব্যাক। কেউ যদি শৈশবকে ফিরে পেতে চান, যেতে চান সেই সোনালি দিনগুলির কাছে, তাহলে এটি উপযুক্ত গল্প। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এর প্লট। অনেকটা অন্যরকমই বলতে হবে। 'ভয়াল ছয়'-এ আমি মোটামুটি চারটি গল্পে খুঁজে পেয়েছি মুগ্ধতা। অনেকটা নাক উঁচু ভাব নিয়ে পড়তে শুরু করেছিলাম গল্পের বইটি। মনে হচ্ছিলো হতাশ হবো। না, হইনি। ধন্যবাদ লেখককে। ধন্যবাদ বইঘরকে এমন একজন লেখকের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার জন্য।
Ajanta Barua 2022-01-13 12:19:22