Titas Ekti Nadir Naam

তিতাস একটি নদীর নাম

Product Summery

অদ্বৈত মল্লবর্মণের এক অনবদ্য সৃষ্টির নাম ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাস। বাংলা সাহিত্যে নদী কেন্দ্রিক উপন্যাসের মধ্যে নিম্নবর্গ মানুষের আখ্যানসমৃদ্ধ ‘তিতাস একটি নদীর নাম’ অমরকীর্তি হিসেবে প্রতিষ্ঠিত। নদী অববাহিকায় বসবাসরত মৎস্যজীবী সম্প্রদায়ের কাহিনী বর্ণিত হয়েছে এ উপন্যাসে। ‘ধীবর’ বা ‘মালো’ সম্প্রদায়ের মানুষ হিসেবে অদ্বৈত মল্লবর্মণ গভীর অন্তর্দৃষ্টিতে দেখেছেন এ সমাজের জীবনসংগ্রামের নিষ্ঠুর চিত্র। বলা যায়, প্রতিকূল সংঘাতে ক্রমে মুছে আসা ‘মালো’ জীবনের চিত্র তিনি আঁকতে সক্ষম হয়েছেন এ উপন্যাসে।

Tab Article

অদ্বৈত মল্লবর্মণের এক অনবদ্য সৃষ্টির নাম ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাস। বাংলা সাহিত্যে নদী কেন্দ্রিক উপন্যাসের মধ্যে নিম্নবর্গ মানুষের আখ্যানসমৃদ্ধ ‘তিতাস একটি নদীর নাম’ অমরকীর্তি হিসেবে প্রতিষ্ঠিত। নদী অববাহিকায় বসবাসরত মৎস্যজীবী সম্প্রদায়ের কাহিনী বর্ণিত হয়েছে এ উপন্যাসে। ‘ধীবর’ বা ‘মালো’ সম্প্রদায়ের মানুষ হিসেবে অদ্বৈত মল্লবর্মণ গভীর অন্তর্দৃষ্টিতে দেখেছেন এ সমাজের জীবনসংগ্রামের নিষ্ঠুর চিত্র। বলা যায়, প্রতিকূল সংঘাতে ক্রমে মুছে আসা ‘মালো’ জীবনের চিত্র তিনি আঁকতে সক্ষম হয়েছেন এ উপন্যাসে।

Tab Article

অদ্বৈত মল্লবর্মণের জন্ম তৎকালীন কুমিল্লা জেলার ব্রাহ্মণবাড়ীয়ায়। ছোটবেলাতেই তিনি বাবা-মাকে হারান। বর্তমান ব্রাহ্মণবাড়ীয়া জেলা সদরে অবস্থিত ‘অন্নদা উচ্চ ইংরেজী বিদ্যালয়’ থেকে ১৯৩৩ সালে ১ম বিভাগে ম্যাট্রিকুলেশন ডিগ্রি অর্জন করেন। আর্থিক সঙ্কটের কারণে কুমিল্লা জেলার ভিক্টোরিয়া কলেজে কিছুদিন আই.এ ক্লাসে অধ্যয়ন করার পরও পড়াশুনা ছেড়ে দেন। তাঁর ‘তিতাস একটি নদীর নাম’ বাংলা সাহিত্যের অমর সৃষ্টি। উপন্যাসটি সর্বপ্রথম ‘মাসিক মোহাম্মদী’ পত্রিকায় প্রকাশিত হয়। এ উপন্যাস অবলম্বনে ১৯৭৩ সালে ঋত্বিক ঘটক চলচ্চিত্র নির্মাণ করেন। উপন্যাসে যে মৎসজীবী মানুষদের কাহিনী উঠে এসেছে তিনি সেই ‘মালো’ সম্প্রদায়েরই একজন। তিনি সাধারণ মানুষদের মাঝে মিশে তাদের আপন করে নিয়েছেন। জেলেদের সংগ্রামী জীবন, তিতাস ও তার দু’কূলের মানুষের জীবনযাত্রাকে তিনি স্পর্শ করেছেন বুকের গভীর থেকে। তাঁর রচিত গ্রন্থসমূহের মধ্যে রয়েছে- ‘এক পয়সায় একটি’, ‘সাদা হাওয়া’, ‘সাগরতীর্থে’, ‘নাটকীয় কাহিনী’, ‘দল বেঁধে’, ‘রাঙামাটি’, ‘জীবনতৃষ্ণা’ ইত্যাদি।

ADD A REVIEW

Your Rating

0 REVIEW for তিতাস একটি নদীর নাম !

এ রকম আরও বই