Product Summery
উদাস গলায় মুনা বলল, ‘স্কুল ছুটির দিন দুপুরের পর আমি ঘুমিয়ে থাকতাম। বিকেল শেষ হয়ে এলে ঘুম ভেঙে যেত। কিন্তু ঘুম ভাঙার পরও আমি উঠতাম না। আমার শুধু মনে হতো কখন বাবা আসবেন, কখন আমাকে ডাকবেন, তারপর উঠব আমি।’
উদাস গলায় মুনা বলল, ‘স্কুল ছুটির দিন দুপুরের পর আমি ঘুমিয়ে থাকতাম। বিকেল শেষ হয়ে এলে ঘুম ভেঙে যেত। কিন্তু ঘুম ভাঙার পরও আমি উঠতাম না। আমার শুধু মনে হতো কখন বাবা আসবেন, কখন আমাকে ডাকবেন, তারপর উঠব আমি।’
উদাস গলায় মুনা বলল, ‘স্কুল ছুটির দিন দুপুরের পর আমি ঘুমিয়ে থাকতাম। বিকেল শেষ হয়ে এলে ঘুম ভেঙে যেত। কিন্তু ঘুম ভাঙার পরও আমি উঠতাম না। আমার শুধু মনে হতো কখন বাবা আসবেন, কখন আমাকে ডাকবেন, তারপর উঠব আমি।’
ইমদাদুল হক মিলন বাংলা ভাষার জনপ্রিয় কথাসাহিত্যিক। গল্প, উপন্যাস ও নাটক এই তিন শাখাতেই তিনি সিদ্ধহস্ত। ‘কিশোর বাংলা পত্রিকা’য় একটি শিশুতোষ গল্প লিখে তিনি সাহিত্যজগতে আত্মপ্রকাশ করেন। এপার-ওপার দুই বাংলায়ই তিনি তুমুল জনপ্রিয়। তাঁর আলোড়ন সৃষ্টিকারী উপন্যাসের মধ্যে 'নূরজাহান' অন্যতম। এ ছাড়া অধিবাস, পরাধীনতা, কালাকাল, পরবাস, কালোঘোড়া, মাটি ও মানুষের উপাখ্যান, জীবনপুর, লিলিয়ান উপাখ্যান, কবি ও একটি মেয়ে, পর, সাড়ে তিন হাত ভূমি প্রভৃতি তাঁর অন্যতম রচনা। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য তিনি একুশে পদকে ভূষিত হয়েছেন। ইমদাদুল হক মিলন ১৯৫৫ সালে বিক্রমপুরের মেদিনীমণ্ডল গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস মুন্সীগঞ্জের লৌহজং থানার পয়সা গ্রামে।