Tultuli

টুলটুলি

Product Summery

টুলটুলির কাছে ব্যাপারটার যত সহজ, আমার কাছে ততটা নয়। টুলটুলির সঙ্গে আমার প্রেম বছর খানেকের। এই এক বছরে আমাদের ব্যাপারটা ওর বাসার সবাই জেনে গেছে। টুলটুলিই ইচ্ছে করে জানিয়েছে। পরে যাতে কোনও রকমের প্রবলেম অ্যারাইজ না করে। কিন্তু আমি কাউকে জানাতে পারিনি। আমার বাবা ভীষণ বদমেজাজী। আমি এমনিতেই একটু ভীতু প্রকৃতির। আর একটা ব্যাপার আছে। ইমিডিয়েট বড় ভাইটির এখনও বিয়ে হয়নি। বছরখানেক হলো ইঞ্জিনিয়ারিং পাস করে বেরিয়েছে। একটা চাকরিও জুটিয়েছে মাস ছয়েক। বাবা বোধহয় ওর বিয়ের কথা ভাবছেন। এ সময় আমার এইসব ব্যাপার শুনলে নির্ঘাত গেটআউট করে দেবেন।

Tab Article

টুলটুলির কাছে ব্যাপারটার যত সহজ, আমার কাছে ততটা নয়। টুলটুলির সঙ্গে আমার প্রেম বছর খানেকের। এই এক বছরে আমাদের ব্যাপারটা ওর বাসার সবাই জেনে গেছে। টুলটুলিই ইচ্ছে করে জানিয়েছে। পরে যাতে কোনও রকমের প্রবলেম অ্যারাইজ না করে। কিন্তু আমি কাউকে জানাতে পারিনি। আমার বাবা ভীষণ বদমেজাজী। আমি এমনিতেই একটু ভীতু প্রকৃতির। আর একটা ব্যাপার আছে। ইমিডিয়েট বড় ভাইটির এখনও বিয়ে হয়নি। বছরখানেক হলো ইঞ্জিনিয়ারিং পাস করে বেরিয়েছে। একটা চাকরিও জুটিয়েছে মাস ছয়েক। বাবা বোধহয় ওর বিয়ের কথা ভাবছেন। এ সময় আমার এইসব ব্যাপার শুনলে নির্ঘাত গেটআউট করে দেবেন।

Tab Article

ইমদাদুল হক মিলন বাংলা ভাষার জনপ্রিয় কথাসাহিত্যিক। গল্প, উপন্যাস ও নাটক এই তিন শাখাতেই তিনি সিদ্ধহস্ত। ‘কিশোর বাংলা পত্রিকা’য় একটি শিশুতোষ গল্প লিখে তিনি সাহিত্যজগতে আত্মপ্রকাশ করেন। এপার-ওপার দুই বাংলায়ই তিনি তুমুল জনপ্রিয়। তাঁর আলোড়ন সৃষ্টিকারী উপন্যাসের মধ্যে 'নূরজাহান' অন্যতম। এ ছাড়া অধিবাস, পরাধীনতা, কালাকাল, পরবাস, কালোঘোড়া, মাটি ও মানুষের উপাখ্যান, জীবনপুর, লিলিয়ান উপাখ্যান, কবি ও একটি মেয়ে, পর, সাড়ে তিন হাত ভূমি প্রভৃতি তাঁর অন্যতম রচনা। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য তিনি একুশে পদকে ভূষিত হয়েছেন। ইমদাদুল হক মিলন ১৯৫৫ সালে বিক্রমপুরের মেদিনীমণ্ডল গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস মুন্সীগঞ্জের লৌহজং থানার পয়সা গ্রামে।

ADD A REVIEW

Your Rating

2 REVIEW for টুলটুলি !

ভালোই ছিল কিন্ত পড়ে পড়ে কেন যানি আটকে গেলো

Shahinur Islam Sumon 2021-10-06 19:45:46

nice

Sohan Khan 2021-10-05 23:08:39

এই লেখকের আরও বই

এ রকম আরও বই