Ekjona

একজনা

Product Summery

মনজু প্রায় লাফিয়ে উঠল। তারপর বিনীত ভঙ্গিতে সালাম দিল, ‘স্নামালেকুম। আপনি হঠাৎ আমার অফিসে কষ্ট করে এতটা পথ কেন এসেছেন? খবর পাঠালে আমিই তো বাড়ি গিয়ে হাজির হতাম। না হয় ফোন করে দিতেন।’ ঝটপট উঠে দাঁড়াবার ফলে মনজুর রিভলবিং চেয়ারটা দোল খাচ্ছিল। মুমু একবার চেয়ারটার দিকে তাকাল। তারপর গম্ভীর গলায় বলল, ‘আইসক্রিম খেতে গিয়েছিলাম, খেতে খেতে তোমার কথা মনে পড়ল, চলে এলাম।’ ‘আমার সৌভাগ্য। আমার অত্যন্ত সৌভাগ্য যে আপনি এভাবে চলে এসেছেন।’ ‘এসেছি অবশ্য একটা প্রয়োজনে।’ ‘তা তো বটেই।’ মুমু চোখ সরু করে মনজুর দিকে তাকাল, ‘তা তো বটেই বলছ কেন?’ মনজু বিনয়ের হাসি হাসল, ‘প্রয়োজন ছাড়া আপনার মতো মানুষ আমার অফিসে আসবে এ হতেই পারে না। আপনি বললেও আমি তা বিশ্বাস করব না।’

Tab Article

মনজু প্রায় লাফিয়ে উঠল। তারপর বিনীত ভঙ্গিতে সালাম দিল, ‘স্নামালেকুম। আপনি হঠাৎ আমার অফিসে কষ্ট করে এতটা পথ কেন এসেছেন? খবর পাঠালে আমিই তো বাড়ি গিয়ে হাজির হতাম। না হয় ফোন করে দিতেন।’ ঝটপট উঠে দাঁড়াবার ফলে মনজুর রিভলবিং চেয়ারটা দোল খাচ্ছিল। মুমু একবার চেয়ারটার দিকে তাকাল। তারপর গম্ভীর গলায় বলল, ‘আইসক্রিম খেতে গিয়েছিলাম, খেতে খেতে তোমার কথা মনে পড়ল, চলে এলাম।’ ‘আমার সৌভাগ্য। আমার অত্যন্ত সৌভাগ্য যে আপনি এভাবে চলে এসেছেন।’ ‘এসেছি অবশ্য একটা প্রয়োজনে।’ ‘তা তো বটেই।’ মুমু চোখ সরু করে মনজুর দিকে তাকাল, ‘তা তো বটেই বলছ কেন?’ মনজু বিনয়ের হাসি হাসল, ‘প্রয়োজন ছাড়া আপনার মতো মানুষ আমার অফিসে আসবে এ হতেই পারে না। আপনি বললেও আমি তা বিশ্বাস করব না।’

Tab Article

ইমদাদুল হক মিলন বাংলা ভাষার জনপ্রিয় কথাসাহিত্যিক। গল্প, উপন্যাস ও নাটক এই তিন শাখাতেই তিনি সিদ্ধহস্ত। ‘কিশোর বাংলা পত্রিকা’য় একটি শিশুতোষ গল্প লিখে তিনি সাহিত্যজগতে আত্মপ্রকাশ করেন। এপার-ওপার দুই বাংলায়ই তিনি তুমুল জনপ্রিয়। তাঁর আলোড়ন সৃষ্টিকারী উপন্যাসের মধ্যে 'নূরজাহান' অন্যতম। এ ছাড়া অধিবাস, পরাধীনতা, কালাকাল, পরবাস, কালোঘোড়া, মাটি ও মানুষের উপাখ্যান, জীবনপুর, লিলিয়ান উপাখ্যান, কবি ও একটি মেয়ে, পর, সাড়ে তিন হাত ভূমি প্রভৃতি তাঁর অন্যতম রচনা। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য তিনি একুশে পদকে ভূষিত হয়েছেন। ইমদাদুল হক মিলন ১৯৫৫ সালে বিক্রমপুরের মেদিনীমণ্ডল গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস মুন্সীগঞ্জের লৌহজং থানার পয়সা গ্রামে।

ADD A REVIEW

Your Rating

0 REVIEW for একজনা !

এই লেখকের আরও বই

এ রকম আরও বই