Product Summery
কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল, সে মরে নাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম বিখ্যাত ছোটগল্পের নাম ‘জীবিত ও মৃত’। গল্পটি হৃদয়গ্রাহী, চিত্তাকর্ষী। কিন্তু গল্পটি আমাদের কাছে বিখ্যাত, গল্পের শেষ লাইনটির জন্য বা শেষ ঘটনাটির জন্য। লাইনটি হলো : ‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল, সে মরে নাই।’
অসাধারণ।গল্প বলার ভঙ্গি এক কথায় বর্ণাতীত।গল্পটা পড়েও এত মজা পায় নাই যতটা শুনে পাইলাম।সাধু ভাষার গল্পও যে এত শ্রুতিমধুর হতে পারে তা এই পাঠিকার এই গল্প পাঠ শুনা ছাড়া জানতামই না।
Antu Barua Nil 2021-10-06 21:46:24
onno rokom akta glpo...sesta khub vlo legese..voice vlo
Zayn 2021-06-12 16:04:29