Product Summery
ধর্ষণের ক্ষেত্রে দুইটি বিষয় সংঘঠিত হয়। আর তা হলো: ১. যিনা বা ব্যভিচার। ২. বল প্রয়োগে সম্ভ্রম লুণ্ঠন ধর্ষণের জন্য ইসলামের শাস্তি বেত্রাঘাত, পাথর মেরে হত্যা, দেশান্তর, মৃত্যুদণ্ড। ধর্ষণের জন্য ব্যভিচারের শাস্তি প্রযোজ্য হবে। অর্থাৎ ধর্ষক অবিবাহিত হলে ১০০ বেত্রাঘাত আর বিবাহিত হলে পাথর মেরে মৃত্যু নিশ্চিত করা।
যুগোপযোগী আলোচনা।
Zahid Subor 2022-03-12 12:43:03