তেঁতুল গাছে ভূত-পেত্নি থাকতেই পারে! এ আর এমন কী? চলার পথের পাশে ঝাঁকড়া তেঁতুল গাছের নিচে দাঁড়িয়ে মান্নান দেখলো, এ কী! গাছের ওপর একটি বাচ্চা ছেলে বসে আছে! এর মধ্যে বয়ে যাওয়া শীতল বাতাস টের পেলেন মান্নান। নিচে নামতে থাকা বাচ্চাটিকে দেখে মান্নান আঁতকে ওঠেন, এ যে বাচ্চা নয়! প্রচণ্ড ভয়ে ওই রাতে মান্নানের গায়ে জ্বর আসে। এরপর? অদ্ভুত ঘটনার তখনো বাকি...
কার্টুনিস্ট আহসান হাবীবের জন্ম সিলেটে। পাড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ভূগোলে। তাঁর পিতা মুক্তিযুদ্ধ চলাকালে পিরোজপুরের এসডিপিও হিসবে কর্তব্যরত অবস্থায় শহিদ হন। পল্টু-বিল্টু, পটলা-ক্যাবলা তাঁর তৈরি কিছু বিখ্যাত কমিক্স চরিত্র। তিনি রম্য পত্রিকা ‘উন্মাদ’-এর সম্পাদক। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে- ‘রাত বারোটার পরের জোকস’, ‘ফোর টুয়েন্টি ফোর আওয়ার জোকস’, ‘জোকস সমগ্র’, ‘৯৯৯ জোকস একটা ফাও’, ‘১০০১টি জোকস ১টি মিসিং’, ‘ভ্যালেন্টাইন জোকস’, ‘ভূত যখন Ghost', ‘বাছাই ভূত’ প্রভৃতি। তিনি ‘বাংলাদেশি কার্টুনের পিতা’, ‘গ্রান্ডফাদার অফ জোকস’ উপাধিতেও ভূষিত। তিনি তুরস্ক থেকে ‘নাসিরুদ্দিন হোজ্জা’ এবং ‘হাভানা পুরস্কার’-এ ভূষিত হয়েছেন। তিনি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সর্বকনিষ্ঠ ভাই।