Nirbachito Kabita

নির্বাচিত কবিতা

Product Summery

ভালোবাসার মানুষকে অবহেলা করলে কাছাকাছি থেকেও দূরত্ব বেড়ে যায়। প্রেম আর বিরহের কবিতা নিয়ে এই গ্রন্থটি। একজন প্রেমিক ভালোবেসে তার প্রেমিকার মনের ভিতরে সুভাস ছড়িয়ে দিলেও অন্যের হাত ধরে দূরে চলে যাওয়ায় প্রেমিকার হৃদয় আকাশে কালো মেঘ জমে! কবি তা তাঁর এই বইটিতে সুন্দরভাবে বর্ণনা করেছেন।

Tab Article

ভালোবাসার মানুষকে অবহেলা করলে কাছাকাছি থেকেও দূরত্ব বেড়ে যায়। প্রেম আর বিরহের কবিতা নিয়ে এই গ্রন্থটি। একজন প্রেমিক ভালোবেসে তার প্রেমিকার মনের ভিতরে সুভাস ছড়িয়ে দিলেও অন্যের হাত ধরে দূরে চলে যাওয়ায় প্রেমিকার হৃদয় আকাশে কালো মেঘ জমে! কবি তা তাঁর এই বইটিতে সুন্দরভাবে বর্ণনা করেছেন।

Tab Article

জন্ম ১৯৭৪ সালের ১৬ই ডিসেম্বর, ঢাকার লালবাগ।গ্রামের বাড়ী নওগাঁ জেলার মহেশরুর গ্রামে। ছেলেবেলা কাটে ঢাকাতইে। লেখাপড়া শুরু হয় ধনমন্ডির কাকলি হাই স্কুলে। স্কুল জীবন থেকেই লেখালেখির শুরু। ১৯৯১ সাল লেখায় আরেকটু মনোনিবেশ করেন। ‘এমন জীবন’ নামের একটি কবিতা দৈনিক মিল্লাত পত্রকিায় প্রকাশতি হয়। ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে খাদ্য ও পুষ্টি বিষয়ে মার্স্টাস সমপন্ন করেন। ২০০৩ সালে ধানমন্ডি ল’কলজেে এল.এল.বি –তে র্ভতি হন এবং এল.এল.বি সম্পন্ন করনে। ২৭ শে জানুয়ারি ২০১১ সালে তিনি ঢাকা বার এ্যাসনেয়িশেনের সদস্য পদ গ্রহণ করনে। বর্তমানে তিনি ঢাকার জজ কোর্টে একজন সিনিয়র আইনজীবরি সাথে প্র্যাকটিস করছনে। ভালবাসা মানে, মনে পড়ে, স্পর্শ, কোনটা সত্য, কঠিনই ছিলাম, বিশ্বাস শ্রদ্ধা ও ভালবাসা বন্ধন, অহংকার, অন্যকউে, চলে গেছো, অপক্ষো, বলতে পারো কেন?, তুমি আসবে বল, কষ্ট একাকত্বি ভালবাসা ইত্যাদি উল্লখেযোগ্য কবতিা। ২০০৩ সালে তার বড় ভাইয়ের অস্বাভাবকি মৃত্যুতে তিনি আরো কিছু কবিতা লেখেন। তার মধ্যে সোনার ছেলে, ভাই যে আমার, বেজোড়া, ছেলেটি সেদিন, বুকের রক্ত ঝরে, ঘুম, জন্ম দুঃখী তিনমাস, কষ্ট, উল্লেখযোগ্য।

ADD A REVIEW

Your Rating

0 REVIEW for নির্বাচিত কবিতা !

এ রকম আরও বই