Product Summery
‘মায়ের কাছে ফেরা’ উপন্যাস জড়িয়ে আছে একজন সন্তানহারা মায়ের কান্না। সমুদ্রে বেড়াতে গিয়ে হারিয়ে যায় ফিরোজা বেগমের যুবক সন্তান। অনেকের ধারণা সে পানিতে ডুবে মারা গেছে। কিন্তু মায়ের মন তো আর মানছে না। অপেক্ষা করছেন। একদিক থেকে অন্যদিকে খুঁজে বেড়াচ্ছেন। এতো অভিযান আর খুঁজার পরও তাকে না পেয়ে মা ধরে নিয়েছেন যে তার সন্তান আর বেঁচে নেই। সন্তান শোকে কাঁদতে কাঁদতে একসময় তিনি দৃষ্টিশক্তি হারান। হঠাৎ একদিন মাঝরাতে বাইরে একটা মৃদু আওয়াজ শুনতে পান তিনি। অন্ধ মা ঘর থেকে বের হয়ে চোর মশাররফকে তার হারিয়ে যাওয়া সন্তান মনে করে কাছে টানেন!
অসাধারণ উপন্যাস ❤️
জগন্নাথ চৌধুরী 2022-02-17 06:23:46