Product Summery
ব্যাখ্যাতীত কোনো কারণে হুমায়ূন আহমেদ মাকড়শা নামক নিরীহ প্রাণীটিকে অসম্ভব ভয় পেতেন। এক যাত্রাপথে তার মাথায় ঘুরপাক খাচ্ছিলো মাকড়শার ব্যাপারগুলো। সেখানেই এই উপন্যাসের পুরো গল্প মাথায় আসে তাঁর। গল্পের পাত্র-পাত্রী তিনজন। তারা মানুষ নয়, অসম্ভব বুদ্ধিমান তিনটি প্রাণী- দেখতে মাকড়শার মতো। উপন্যাসে তাদের নাম লী, অয়ু ও নীম।
One of the best sci-fi books I have ever read
Sumaiya 2021-06-20 18:40:18