Product Summery
অধ্যাপিকা অদিতির জীবন এলোমেলো হয়ে যায় একটা অনাকাঙ্খিত খুদে বার্তা দেখে। ওকে কেউ একজন ব্ল্যাকমেল করছে। দেয়ালে পিঠ ঠেকে যায় অদিতির । অদিতির জীবনের গ্রহণ কী কাটে?
অধ্যাপিকা অদিতির জীবন এলোমেলো হয়ে যায় একটা অনাকাঙ্খিত খুদে বার্তা দেখে। ওকে কেউ একজন ব্ল্যাকমেল করছে। দেয়ালে পিঠ ঠেকে যায় অদিতির । অদিতির জীবনের গ্রহণ কী কাটে?
অধ্যাপিকা অদিতির জীবন এলোমেলো হয়ে যায় একটা অনাকাঙ্খিত খুদে বার্তা দেখে। ওকে কেউ একজন ব্ল্যাকমেল করছে। দেয়ালে পিঠ ঠেকে যায় অদিতির । অদিতির জীবনের গ্রহণ কী কাটে?
ফারহানা সিনথিয়ার শৈশব কেটেছে ঢাকায়। এরপর কানাডা। বই পড়া শুরু অধ্যাপক নানার ব্যক্তিগত সংগ্রহশালায়। তখন ম্যাক্সিম গোর্কির বাংলায় অনূদিত লেখা পড়ে বিদেশি সাহিত্যের সঙ্গে পরিচয়। পছন্দের লেখক হুমায়ূন আহমেদ ও মুহম্মদ জাফর ইকবাল। কৈশোরের শীর্ষেন্দু, সমরেশ আর সুনীলের বইয়ের সঙ্গে সখ্যতা, এখনো আছে। ইংরেজিতে প্রাতিষ্ঠানিক শিক্ষা সত্বেও বাংলা সাহিত্যের প্রতি অনুরাগ ছিল ছেলেবেলা থেকেই। কানাডা থেকে তড়িৎ প্রকৌশলে স্নাতক ডিগ্রি নিয়ে চাকরি করছেন ফারহানা সিনথিয়া। ২০২০ বইমেলায় পেন্সিল প্রকাশনীর গল্প সংকলনে ছোটগল্প প্রকাশিত হয় তার। ২০২১-এর বইমেলাতে আসে থ্রিলার 'আবর্ত'। পত্র-পত্রিকায় নিয়মিত কলাম ও ছোটগল্প লেখেন ফারহানা। ২০২১ সালে পাঁচটি সংকলনে এসেছে রহস্য ও সমকালীন ছোট গল্প।
অনলাইন বুক আমার পড়া হয়না ব্যাস্ততায় সময় কাটে প্রতিনিয়ত। ফেসবুকে বইয়ের পোস্টার দেখে পড়ার আগ্রহ জাগলো, মাশা-আল্লাহ লেখিকা সুন্দর ভাষা শৈলির মাধ্যমে গল্পটাকে ফুটিয়ে তোলেছেন। রহস্য সাসপেন্স আমার সব সময় ভালো লাগে অন্য রকম একটা ফীল পাই। ভালো লাগলো বইটা ❤️
অসাধারণ লিখেছেন আপু, আপনার লেখা 'গ্রহণ' বইটি পড়ে খুব ভালো লেগেছে। আপনার লেখা এইরকম আর বই আমরা পাঠকরা চাই। অনেক দোয়া আপনার জন্য
অসাধারণ লিখেছেন আপু, আপনার লেখা 'গ্রহণ' বইটি পড়ে খুব ভালো লেগেছে। আপনার লেখা এইরকম আর বই আমরা পাঠকরা চাই। অনেক দোয়া আপনার জন্য
ফারহানা সিনথিয়ার সাথে আমি প্রাতিজনিক ভাবে পরিচিত নই। লেখিকার গল্প বলার ধাঁচ দেখে এতটুকু আন্দাজ করাই যায় যে তিনি বেশ গোছালো। লেখালেখির হাতটা তাঁর অতি নিখুঁত বললে বাড়িয়ে বলা হবে। তবে গল্পে সুন্দর সুন্দর মুহুর্তগুলোকে তিনি ফুটিয়ে তুলতে এমনভাবে উপস্থাপন করেন, যেখানে প্রাণবন্ত একটা ব্যাপার থাকে। গল্পে সজীবতা থাকে। Headache, Insomnia এড়াতে আমি মোবাইলে, ল্যাপটপে কিছু পড়া থেকে বিরত থাকার চেষ্টা করি। তবুও মাঝেমধ্যে দীর্ঘ সময় স্ক্রিনে তাকিয়ে থাকতে বাধ্য হই, যখন কোনো গল্প আমাকে আঁকড়ে ধরে রাখে। ফারহানা সিনথিয়ার ❝গ্রহণ❞ ঠিক তেমনই একটি গল্প।
একটা বই পড়ার মাঝে অনেক আনন্দ লুকিয়ে থাকে কখন শেষ করবো বইটা পুরো পড়ে ঠিক'গ্রহন' বইটা পরেও খুব ভালো লেগেছে,মনের মধ্যে পড়তে পড়তে একটু ভয় ও কাজ করছে ভুতের গল্প মাঝে,, কিন্তু মাঝে এসে এতটাই ভালো লাগতে শুরু হলো একজন স্বামী তার স্ত্রী কে কতটা আপন করে, আর মনটাকে বুঝে অনেক কঠিন পরিস্থিতিতে তাও ঠিক দুইজন একসাথে সামলে নিতে জানে,,একথায় এক অনন্য ভাবে আমাকে নতুন কিছু শিখিয়েছে, আবার সব স্বামী যে তার স্ত্রী প্রতি সন্তুষ্ট নয় এটাও খুব করে মনের ভিতরে নাড়া দিলো! লেখকের পরবর্তী নতুন কোনো বই পড়ার অপেক্ষায় রইলাম।
অনেকদিন পর খুব চমৎকার একটা থ্রিলার পড়লাম, কিছুটা ভয় সাথে রহস্যকনক এবং শেষে খুব ভালো লেগেছে অদিতির কোন ক্ষতি হয়নি। বাস্তব জীবনে এমন অহরহ অদিতিরা ফেঁসে যাচ্ছে এইভাবে তারা মুক্তি পায়না। লেখককে অনেক ধন্যবাদ এমন চমৎকার একটা থ্রিলার পাঠকদের উপহার দেয়ার জন্য। ওনার বই আরও পড়ার জন্য অপেক্ষায় রইলাম❤️
আস্সালামু ওয়ালাইকুম লেখিকা! বই ঘরের এই প্রথম কোনো বই পড়ে এতোটা ভালো লাগবে বুঝতেই পারিনি কখনো। আপনার লেখা গ্রহন পড়ে মুগ্ধ হয়েছি। আর আশা করছি সামনে আরো মুগ্ধ হবো, আপনার জন্য অফুরন্ত শুভ কামনা রইলো।
অসাধারণ লিখেছেন আপু, সত্যি সত্যিই পুরনো দিনগুলো কথা মনে পড়ে গেল। আগামী দিনগুলোতে আরও সুন্দর লেখা আসুক আমাদের সকলের মাঝে। এই কামনা করছি।
আপুর গ্রহণ বইটি বাস্তব জীবনের সাথে অনেকটাই মিল আছে, বইটিতে হয়তো অদিতি শুভ্র র হাত থেকে বাঁচতে পেরেছে কিন্ত বাস্তব জীবনে এমন অনেক শুভ্র আছে যাদের জন্য হয়তো অনেক মেয়েই পৃথিবীতে ছাড়তেছে, তবুও বেশ ভালো লেগেছে গ্রহণ
অনেকদিন পর একটা টানটান উত্তেজনা নিয়ে "গ্রহণ" উপন্যাসটি পড়লাম! উপন্যাসটির লেখনী ছিলো বাস্তবতার সুস্পষ্ট প্রকাশ! সমাজের কতিপয় সার্থবাদী মানুষের কারণে সমাজের অবস্থা করুন! কিন্তু দিনশেষে সব সার্থবাদী মানুষগুলো পরাজিত হয় এবং তাদের উপযুক্ত কর্মফল পাই! লেখিকার লেখনী ছিলো অসাধারণ, চরিত্র তৈরি থেকে গল্পের রূপায়ন ছিলো উদ্ভাবনী! লেখিকার জন্য শুভকামনা রইলো। এবং তার লেখার ধারাবাহিকতা ধরে রাখার অনুরোধ রইলো!
গল্পটা পড়েছিলাম।আসলেই ভালো লাগছে।স্পেশালি এখানে এক একটা মেয়ের এক এক রকম ক্যারেক্টর এটা খুবই ভাল্লাগছে।আজকাল কত মেয়ে ফেঁসে যাচ্ছে এসব দু'নম্বরির দুনিয়ায় তা অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে লেখিকা। লেখিকাকে আমার তরফ শুভ কামনা।তার লিখার হাত ভালো,সে চালিয়ে গেলে আরো ভালো করতে পারবে ।
১৩ অধ্যায়রে গল্পটি মূলত সাজানো হয়েছে নারীবিষয়ক একটি সমস্যাকে ঘিরে। এই বইয়ের মূল চরিত্র অতিদির মতো হাজারো নারী আছেন যারা প্রতিনিয়তই এরকম সমস্যার মুখোমুখি হচ্ছেন। লেখিকা খুব সুনিপুণ হাতে অদিতির সাথে হতে চাওয়া অন্যায়কে রুখে দিয়ে অদিতির সুন্দর জীবন তাকে ফিরিয়ে দিয়েছে। বাস্তবে সবসময় হয়তো তা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু এটাই হওয়া উচিৎ। গল্প সাজানো,শব্দ চয়ন,এবং পরিবেশন সব মিলিয়া ১০/১০ ছিলো।
ভার্চুয়াল জগতের ভিড়ে বই পড়া থেকে দুরেই সরে গিয়েছিলাম। অবশেষে একজন প্রিয় শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে "গ্রহণ" বইটি পরলাম আমার কাছে ভালো লাগলো। শুরুতে ভূতের হলেও শেষ দিকে তা ছিলো অন্য রকম। সমাজে এমন অসংখ্য সামাজিক অবক্ষয় এবং উচ্চ বিলাসী মানুষদের ক্ষমতার অপব্যবহার সবকিছুই রয়েছে। যত খারাপ কাজ করুক না কেনো দিনশেষে তাকে তার পাপ্য শাস্তি পেতেই হবে। এটা তার জন্য নিয়তিতে লেখা হয়ে গেছে।
বর্তমান সময়ে মুঠোফোনে তেমন একটা বই পড়া হয়ে উঠেনা এখন, গ্রহণ বইটা পড়ার জন্য সাজেস্ট করেন আমার একবড় আপু, তার উপর বইটা ছিলো থ্রিলার! থ্রিলার বই আমার খুব পছন্দ বইটা যতটুকু পড়েছি তৃপ্তি সহকারে পড়েছি, বেশ ভালোই লেগেছে বলতে পারেন। লেখিকার জন্য শুভ কামনা রইলো।
রহস্যময় একটি বই। পড়ে খুব ভালো লাগলো।
পড়ে নিলাম থ্রিলার গল্প গ্রহণ ভালো লেগেছে,অনেকটা আনন্দ নিয়ে পড়েছি শেষ করে ভালো লাগলো,ভালো লাগলো,ধন্যবাদ লেখিকাপুকে,বিশেষ ধন্যবাদ রাহাপুকে,আপু বললো গল্প পড়তে পারিস ভালো লাগবে হ্যাঁ বেশ লেগেছে।❤️
খুব ভালো লেগেছে বইটা,
অনেকদিন পর খুব টানটান উত্তেজনা নিয়ে একটা থ্রিলার পড়লাম, ভিন্ন স্টোরি ছিলো, খুবই ভালো লেগেছে, লেখককে অসংখ্য ধন্যবাদ, এমন ভালো একটা থ্রিলার পড়লাম যেটার গল্প এখনো মাথায় ঘুরছে
আসলে এক কথায় বলতে গেলে লেখাগুলো অসাধারণ হয়েছে। আর আপনার কাহিনী গুলো খুব ভালোই লাগলো আমার লাইফের সাথে অনেক কিছু মিল আছে। আরো সুন্দর একটা বই চাই আপনার হাতের লেখা খুব ভালো।। দোয়া রইল আপনার জন্য অবিরাম ভালোবাসা
বইটা না পড়লে জানতামই না যে আপনি এত ভালো লিখেন।আপনি বলছিলেন বইটা পড়েন অনেক কিছুই জানতে পারবেন আসলেই তাই।
এটা একটু রহস্যময় বই বেশ চমৎকার লেগেছে, বিশেষ করে অদিথির চরিত্র। ধন্যবাদ লেখককে এমন দারুণ বই পাঠকদের পড়তে দেয়ার সুযোগ করার জন্য ইবুক কেও ধন্যবাদ ।
অনেক ভালো লাগছে বইটা
গত রবিবার ফারজানা আমাকে গ্রহণ বইয়ের বিষয়ে information দেয় I ওর কথার ওপর ভরসা করে app download করে ফারহানা সিনথিয়া-এর লেখা গ্রহণ পড়লাম। চমৎকার একটা বই। লেখক খুবই সুন্দর করে প্লট সাজিয়েছেন। রুদ্র- এর fan হয়ে গেছি I ওর আগামী কর্মকান্ড পড়ার অপেক্ষায় থাকলাম I
Samik Bose 2022-08-16 23:31:10