Jiboner Shilpa

জীবনের শিল্প

Product Summery

এস. ওয়াজেদ আলী রচিত ‘জীবনের শিল্প’ গ্রন্থটি তার বিভিন্ন সময়ে প্রকাশিত প্রবন্ধের সংকলন। ২৬টি প্রবন্ধে তিনি দেখিয়েছেন জীবন ও ইতিহাসের পথে পথে মানুষের বিশ্বাস ও রহস্যের স্বরূপ। জীবন ও শিল্পের মধ্যে যে আন্তঃসম্পর্কের বাঁক ও বাঁক বদল আছে সেটিও লেখক সুন্দরভাবে তুলে ধরেছেন। সাহিত্য, সমাজ, ধর্ম, সংসারের সাথে জীবনের বৈচিত্র্যময় সংযোগ-চিত্র উপস্থাপন করেছেন।

Tab Article

এস. ওয়াজেদ আলী রচিত ‘জীবনের শিল্প’ গ্রন্থটি তার বিভিন্ন সময়ে প্রকাশিত প্রবন্ধের সংকলন। ২৬টি প্রবন্ধে তিনি দেখিয়েছেন জীবন ও ইতিহাসের পথে পথে মানুষের বিশ্বাস ও রহস্যের স্বরূপ। জীবন ও শিল্পের মধ্যে যে আন্তঃসম্পর্কের বাঁক ও বাঁক বদল আছে সেটিও লেখক সুন্দরভাবে তুলে ধরেছেন। সাহিত্য, সমাজ, ধর্ম, সংসারের সাথে জীবনের বৈচিত্র্যময় সংযোগ-চিত্র উপস্থাপন করেছেন।

Tab Article

শেখ ওয়াজেদ আলি ছিলেন একজন প্রখ্যাত প্রাবন্ধিক। তিনি সমকালীন মুসলমান সাহিত্যিকদের মধ্যে পাশ্চাত্য শিক্ষায় উচ্চশিক্ষিত একজন লেখক হিসাবে প্রতিপত্তি লাভ করেন। ১৮৯০ সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় জন্মগ্রহণ করেন তিনি। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে বি.এ পাশ করেন এবং ব্যারিস্টারি পড়া শেষ করে প্রেসিডেন্সী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। এস. ওয়াজেদ আলির প্রথম প্রবন্ধ ‘অতীতের বোঝা’। তিনি ছিলেন একজন উদার ও প্রগতিশীল ব্যক্তিত্ব। মননশীল চেতনা, ইতিহাস ও নীতিজ্ঞান এবং সত্য ও সুন্দরের মহিমায় তাঁর সাহিত্যকর্ম সমৃদ্ধ। তাঁর স্বপ্ন ছিল বাঙালি জাতীয়তাবাদ ও ভাষাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। লেখক হিসেবে গল্প, উপন্যাস, প্রবন্ধ, রম্যরচনা ও ভ্রমণকাহিনী রচনায় তিনি খ্যাতি অর্জন করেন। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে: প্রবন্ধ জীবনের শিল্প (১৯৪১), প্রাচ্য ও প্রতীচ্য (১৯৪৩), ভবিষ্যতের বাঙালী (১৯৪৩), প্রভৃতি। ১৯৫১ সালে মৃত্যুবরণ করেন তিনি।

ADD A REVIEW

Your Rating

0 REVIEW for জীবনের শিল্প !

এ রকম আরও বই